নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ গতকাল অমরপুর নতুনবাজারে ভারতীয় জনতা পার্টির কার্যক্রম থেকে বাড়ি ফেরার পথে এক যান দুর্ঘটনায় দলের ৪ জন কার্যকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ আজ অমরপুরে বিধায়ক রঞ্জিত দাসকে সঙ্গে নিয়ে তাদের অন্তষ্টিকৃয়ায় অংশগ্রহণ করেন সাংসদ প্রতীমা ভৌমিক৷ পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ও তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন সাংসদ প্রতীমা৷
এদিকে, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে প্রতীমা ভৌমিক৷ তিনি এদিন অমরপুর হাসপাতালে এবং গোমতী জেলা হাসপাতালে যান৷ সেখানে চিকিৎসাধীন দলীয় কর্মী এবং তাদের পরিবার পরিজনদের সাথেও সাক্ষাৎ করেন৷ চিকিৎসকদের সাথে কথা বলেন ও চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নিয়েছেন৷ প্রসঙ্গত, গতকাল নতুনবাজারে এক দূর্ঘটনা চারজন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে৷ আহত হয়েছে আরও প্রায় এগার জন৷