শিশু সুরক্ষা নিয়ে আলোচনসভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ডের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তিন দিনব্যাপী আলোচনাচক্র শুরু হয়েছে৷আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে কমিশনের চেয়ারপার্সন নিলিমা ঘোষ বলেন শিশুদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে দিনের আলোচনাচক্র এর আয়োজন করা হয়েছে৷ আলোচনা চক্রে রাজ্যের প্রতিটি জেলা থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন৷ সংগঠনের চেয়ারপারসন বলেন শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যারা কাজ করে চলেছে তারা তাদের অবস্থান সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল রয়েছেন৷

এ সম্পর্কে সংগঠনের প্রতিটি সদস্যের সামাজিক ধারণা রয়েছে৷এই ধারণাকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যেই তিনদিনের আলোচনাচক্রের আয়োজন করা হয়৷ সংগঠনের চেয়ারপারসন বলেন প্রতিটি শিশুকে সঠিকভাবে গড়ে তুলতে হবে৷ কেননা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ৷ তিনি তথ্য দিতে গিয়ে বলেন সুরক্ষার জন্য রাজ্যে পঁচিশটি হোম রয়েছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে কোন পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের দুর্বলতা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ যেসব হোম সঠিকভাবে পরিচালিত হবে তাদের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে৷বিষয়টির প্রতি নজর দিতে প্রত্যেকের প্রতি আবেদন জানিয়েছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন৷শিশু নির্যাতন শূন্যের কোঠায় নিয়ে আসতে এবং শিশুদের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে তিনি উল্লেখ করেন৷- শিশু সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে তিন দিনব্যাপী সেমিনারে রাজ্যের বিভিন্ন স্থান থেকে আগত সদস্যরাও আলোচনায় অংশ নেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *