৩.০৩-লক্ষাধিক মৃত্যু, ব্রাজিলে করোনা-সংক্রমণ ঊর্ধ্বমুখীই

রিও ডি জেনেইরো, ২৬ মার্চ (হি.স.): ব্রাজিলে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। ব্রাজিলে ফের বাড়ল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা কেড়ে নিয়েছে ২ হাজার ৬৩৯ জনের প্রাণ, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৭,৫৮৬ জন। ফলে বাড়তে বাড়তে ব্রাজিলে ৩ লক্ষ ০৩ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ব্রাজিলে নতুন করে ২ হাজার ৬৩৯ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩ লক্ষ ০৩ হাজার ৭২৬-তে পৌঁছেছে।

করোনা-সংক্রমিত রোগীর সংখ্যা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৯৭,৫৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, সাম্প্রতিক সময়ে যা বিরাট সংখ্যা। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১২,৩২৪,৭৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১০,৭৭২,৫৪৯ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,২৪৭,৯৩৯ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *