নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের জন্য বিকল্ব কর্মসংস্থান হিসেবে তৎকালীন বামফ্রন্ট সরকার যে তের হাজার পদ সৃষ্টি করেছিল সেই পদগুলি পুনরায় আনার জন্য পরামর্শ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷
বাজেট অধিবেশনের চতুর্থদিন শাসক বেঞ্চের কাছে বেশ কয়েকটি বিষয়ে দাবি তুলে বিরোধী দলের বেঞ্চ৷ এদিন সভা মুলতবির সময় সেসব বিষয়গুলি বিস্তারিতভাবে সাংবাদিকদের কাছে তুলে ধরেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ তিনি বলেন, ভিন্নমত গণতন্ত্রের বৈশিষ্ট্য৷ গণতান্ত্রিক ব্যবস্থায় শাসক দল যেমন থাকবে, বিরোধী দলও থাকবে৷ এবং মানুষের বাক স্বাধীনতাও থাকবে৷ মানুষের সুখ-দুঃখ জানতে চাওয়া হবে৷ কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতিতে তা নেই বলে দাবি জানানো হয়েছে৷ মানুষ সব দেখছে, মানুষ শুনছে৷ আর মানুষ সময় সাপেক্ষে জবাব দেবে বলে সাংবাদিক সম্মেলনে অভিমত ব্যক্ত করলেন বিরোধী দলনেতা মানিক সরকার৷
তিনি জানান বিভিন্ন দপ্তরে কর্মী সংকট দেখা দিয়েছে৷ তাই বাজেটের মধ্যে বলা হয়েছে শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য কর্মী নিয়োগ করার জন্য৷ আরো বলা হয়েছে পূর্বতন সরকারের পর রাজ্যে রেগা মজুরি ১৭৭ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০৫ টাকা করা হয়েছে৷ এতে লাভ হয় নি রেগা শ্রমিকদের৷ এবং অধিকাংশ রেগা কাজ মেশিন দ্বারা করা হচ্ছে৷
ফলে শ্রমিকদের উপর প্রভাব পড়ছে৷ তাই শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি এবং কাজের দিন বৃদ্ধি করার দাবি উত্থাপন করা হয়েছে৷ যাতে মানুষের হাতে পয়সা আসে৷ ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়৷ পাশাপাশি রাজ্যের বর্তমান আর্থিক অবস্থা গত তিন বছরে কি পর্যায়ে রয়েছে তার জন্য শ্বেতপত্র সামনে আনতে দাবি জানানো হয়েছে৷ প্রয়োজনের নীতি আয়োগ আনার জন্য বলা হয়েছে৷
বিরোধী দলনেতা ১০,৩২৩ শিক্ষকদের প্রসঙ্গ টেনে বলেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে চাকরিচ্যুত শিক্ষকদের পরবর্তী সময়ে চাকরিতে নতুনভাবে নিযুক্তির জন্য বয়সের ছাড় দেওয়ার জন্য৷ লিখিত পরীক্ষা লাগবে না মৌখিক পরীক্ষা হলে হবে এমন কিছু বলা হয়েছে বলে তিনি জানেন না বলে স্পষ্ট জানান৷ কিন্তু সরকার কেন এটা করছে তা তিনি বুঝে উঠতে পারছেন না বলে জানান৷ কারণ রাজ্যে পূবর্তন সরকার অশিক্ষক পদে ১৩ হাজার পদ সৃষ্টি করেছিল৷ কিন্তু তা বাতিল করে দেয় বর্তমান সরকার৷ তাই পুনরায় সেই পদগুলি আনার জন্য বললেন বিরোধী দলনেতা মানিক সরকার৷