৩,১৫৮ বেড়ে ২.৯৮-লক্ষাধিক মৃত্যু, ব্রাজিলে করোনা-সংক্রমণেও রেকর্ড বৃদ্ধি

রিও ডি জেনেইরো, ২৪ মার্চ (হি.স.): ব্রাজিলে করোনাভাইরাসের সংক্রমণে ফের রেকর্ড বৃদ্ধি। ব্রাজিলে আরও বাড়ল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা কেড়ে নিয়েছে ৩ হাজার ১৫৮ জনের প্রাণ, এই প্রথম ব্রাজিলে এত সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে একদিনে। ব্রাজিলে এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪,৯৯৬ জন। ফলে বাড়তে বাড়তে ব্রাজিলে ২ লক্ষ ৯৮ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ব্রাজিলে নতুন করে ৩ হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ২ লক্ষ ৯৮ হাজার ৮৪৩-তে পৌঁছেছে।

করোনা-সংক্রমিত রোগীর সংখ্যা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্রাজিলে। বিগত ২৪ ঘন্টায় রেকর্ড বৃদ্ধি হয়েছে ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৮৪,৯৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১২,১৩৬,৬১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১০,৬০১,৬৫৮ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,২৩৬,১১৪ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *