ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩১৮ রানের টার্গেট রাখল টিম ইন্ডিয়া

পুনে, ২৩ মার্চ (হি.স) : ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড এর সামনে ৩১৮ রানের টার্গেট রাখল টিম ইন্ডিয়া। মঙ্গলবার প্রথম ম্যাচে শুরুটা ধীরে হলেও শেষে ঝড় তুলে ৩০০ রানের গণ্ডি টপকে গেল ভারত। ভারতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই নজর কাড়লেন ক্রুনাল পান্ডিয়া।


এদিন টপ অর্ডারে শিখর ধাওয়ান ও বিরাট কোহলি এবং মিডল অর্ডারে লোকেশ রাহুল ও ক্রুনাল পান্ডিয়া পার্টনারশিপে প্রথম ম্যাচেই ইংলিশ বোলারদের নাস্তানাবুদ করল ভারতীয় ব্যাটসম্যানরা। এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড।


ভারতীয় ইনিংসকে এদিন সামনে থেকে নেতৃত্বে দেন বাঁ-হাতি ওপেনার৷ প্রথম ৫ ওভারে মাত্র ১০ রান তুললেও শেষ পাঁচ ওভারে টিম ইন্ডিয়া তুলল ৬৭ রান৷ যা ভারতীয় ইনিংসকে বড় রান পৌঁছে দিল৷ রোহিত শর্মা ও ধাওয়ান ওপেনিং জুটিতে ৬৪ রান যোগ করলেও রান তোলার গতি ছিল মন্থর৷ ব্যক্তিগত ২৮ রানে রোহিত প্যাভিলিয়নে ফেরার পর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে ভারতকে এগিয়ে নিয়ে যান ক্যাপ্টেন কোহলি৷


দ্বিতীয় উইকেটে ১০৫ রানের পার্টনারশিপ গড়ে ভারতের ইনিংসের ভিত মজবুত করেন ধাওয়ান ও বিরাট৷  ক্যাপ্টেন হাফ-সেঞ্চুরি করে প্যাভিলিয়নে ফিরলেও দায়িত্ব নিয়ে দলকে এগিয় নিয়ে যান ধাওয়ান৷  ব্যক্তিগত ৫৬ রানের মার্ক উডের শিকার হন ভারত অধিনায়ক৷ শ্রেয়স আইয়ার ধাওয়ানকে সঙ্গ দিতে পারেননি৷ মাত্র ৬ রান করে শ্রেয়স আউট হওয়ার পর ক্রিজে আসেন রাহুল৷ প্রথমে মন্থর ব্যাটিং করলেও পরে হাত খোলেন কর্নাটকের এই ডানহাতি৷ তবে রাহুল-ধাওয়ানের পার্টনারশিপ হওয়ার আগেই ব্যক্তিগত ৯৮ রানে ফিরে যান৷


ষষ্ঠ উইকেটে মাত্র ৬১ বলে ১১২ রানের অবিভক্ত পার্টনারশিপে ভারতকে ৩১৭ রানে পৌঁছে দেন দু’জনে৷ মাত্র ৩১ বলে দু’টি ছয় ও সাতটি চারের সাহায্যে ৫৮ রানে অপরাজিত থাকেন ক্রুনাল৷ আর ৪৩ বলে ৬২ রানে অপরাজিত থাকেন রাহুল৷ চারটি চার ও চারটি ছয় হাঁকান তিনি৷ তবে মাত্র ২৬ বলে হাফ-সেঞ্চুরি করে অভিষেকে দ্রুততম পঞ্চাশ রানের রেকর্ড গড়েন ক্রুনাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *