নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ করোনা আক্রান্ত হয়ে রাজ্যে আরও একজনের মৃত্যু হয়েছে৷ সোমবার ওই ব্যক্তির মৃত্যু হয়েছে৷ মৃতের বয়স আশি বছর৷ জিবি হাসপাতালে তিনি মারা গিয়েছে৷ এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৮৯ জনের৷ এদিন ২৬৬ জনের আরটি-পিসিআর পরীক্ষা করা হয়েছে৷
তাতে ২৬৬ জনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে৷ এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন৷ প্রসঙ্গত, রাজ্যে করোনায় সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছিল গত ১৫ জানুয়ারী৷