কদমতলায় নাশকতার আগুনে পুড়ল ছয় কানি রাবার বাগান

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২১ মার্চ৷৷ নাশকতার আগুনে পুড়িয়ে ছাই ৬ কানি রাবার বাগান৷ থানায় মামলা৷ সুষ্ঠু তদন্ত নেমেছে পুলিশ৷ ঘটনা কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের মোইটকা ছড়া এলাকায়৷


ঘটনার বিবরণে প্রকাশ,উত্তর জেলার কদমতলা ব্লকাধীন ব্রজেন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা অনুপ গোস্বামী পিতা-মৃত হরিপদ গোস্বামীর মোইটকা ছড়াসীত ৬ কানি রাবার বাগানের মধ্যে গতকাল রাতে কে বা কাহারা আগুন লাগিয়ে সম্পূর্ণরূপে পুড়িয়ে দেয় বাগানটি৷


এতে বাগানে থাকা প্রায় ৩৫০ টি রাবার গাছ সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়৷ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন বাগান মালিক৷ রাবার বাগানের মালিক অনুপ গোস্বামী আরো জানান,উনার একমাত্র উপার্জনের সম্বল ছিল-এই রাবার বাগানটি৷রাবার বাগানের উপার্জন দিয়ে উনি পরিবার প্রতি পালন করতেন৷আজ সাজ সকালে উনার বাগনের রাবার টেপিং করার কর্মীরা বাগানে টৈপিং করতে গিয়ে দেখতে পান বাগানে দাউদাউ করে আগুন জ্বলছে৷ তখন সাথে সাথে উনাকে খবর দেয় বাগানের কর্মীরা৷


বাগান মালিক অনুপ ও উনার টেপাররা মিলে বাগানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে বাগানটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়৷ সম্পূর্ণ ঘটনাটি অনুপ গোস্বামী লিখিত আকারে কদমতলা থানায় অভিযোগ দায়ের করেছেন৷ তবে কে বা কাহারা এধরনের নিকৃষ্টতম কাজ সংগঠিত করলো তা এখন পর্যন্ত আন্দাজ করতে পারেননি রাবার বাগানের মালিক অনুপ৷ ইতিমধ্যে ঘটনাস্থলে কদমতলা থানার পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷
এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কতটুকু সুষ্ঠু বিচার পায় অসহায় অনুপ গোস্বামী৷ তবে একমাত্র উপার্জনের রাবার বাগানটি পুড়ে ছাই হয়ে যাওয়াতে গৃহস্থের মাথায় আকাশ ভেঙে পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *