আফগানিস্তানে ইসলামিক শাসন প্রতিষ্ঠার হুঁশিয়ারি দিল তালিবান

কাবুল, ২০ মার্চ (হি.স.): আফগানিস্তানে শান্তি ফেরাতে মস্কোয় কাবুলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছে তালিবানের। এখনও ন্যাটো বাহিনী আছে আফগানিস্তানে। এরই মধ্যে সেখানে ইসলামিক শাসন প্রতিষ্ঠার  হুঁশিয়ারি দিল তালিবান ।

আমেরিকা ও কাবুলের গণতান্ত্রিক সরকারের সঙ্গে আলোচনার ‘নাটক’ করলেও শরীয়ত আইন প্রতিষ্ঠা করাই যে তাদের উদ্দেশ্য তা ফের স্পষ্ট করে দিল তালিবান জঙ্গিগোষ্ঠী । শুক্রবার তালিবান নেতা সুহেল শাহিন সাফ বলে, “মে মাসের ১ তারিখের পর ন্যাটো বাহিনীকে আফগানিস্তান ছাড়তে হবে। দেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হবেই।”

 উল্লেখ্য, ২০২০ সালে ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় শান্তিচুক্তি স্বাক্ষর করে আমেরিকা ও তালিবান  । সেই চুক্তি মত মে মাসের ১ তারিখের মধ্যে আফগানিস্তান থেকে ন্যাটো ও মার্কিন বাহিনী প্রত্যাহার করা হবে।

বিশ্লেষকদের মতে, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী চলে গেলে কাবুলে আশরাফ ঘানির সরকারের পতন সময়ের অপেক্ষা মাত্র। আর ফের ক্ষমতা হাতে পেলে নয়ের দশকের তালিবানি অরাজকতা ফিরবে সে দেশে। শরীয়ত আইন চালু করার নামে ফের মহিলাদের অধিকার কেড়ে নেওয়া হবে। বামিয়ান বুদ্ধের মত আরও ভাস্কর্য ধংসের মুখে পড়বে।ইসলামের নামে প্রকাশ্যে মাথা কাটা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *