রাজ্যে সরকারি দফতরে স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে আউটসোর্সিং করা হবে না, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ মার্চ (হি. স.)৷৷ ত্রিপুরায় সরকারি দফতরে স্থায়ী পদে নিয়োগে আউটসোর্সিং করা হবে না৷ আজ বিধানসভায় বেসরকারী প্রস্তাবের জবাবে আশ্বস্থ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে তিনি যোগ করেন, কর্মবিনিয়োগ দফতরের বিজ্ঞপ্তিতে সামান্য ত্রুটি ছিল৷ এবিষয়ে মুখ্য সচিবকে ইতিমধ্যে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে৷ এদিন বিধানসভায় ট্রেজারি বেঞ্চের সদস্য আশীষ কুমার সাহার বেসরকারী প্রস্তাব নিয়ে বিরোধীরা ত্রিপুরা সরকারকে চাপে ফেলার কৌশল নিয়েছিলেন৷ কারণ, বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ট্রেজারি বেঞ্চের সদস্য আশীষ কুমার সাহা এবং সুদীপ রায় বর্মণকে নিশানায় রেখে ত্রিপুরা সরকারকে বিধতে চেয়েছিলেন৷ কিন্ত, বাস্তবে তা সম্ভব হয়নি৷


প্রসঙ্গত, আজ বিধানসভায় বিধায়ক আশীষ কুমার সাহা রাজ্য সরকার কর্তৃক অনুমোদিত সরাসরি নিয়োগযোগ্য নিয়মিত বেতানমের প্রতিটি শূন্যপদের নিযুক্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার পাশাপাশি এই সকল শূন্যপদে এজেন্সির মাধ্যমে আউটসোর্সিং প্রক্রিয়ায় লোক নিয়োগ না করার জন্য অনুরোধ জানিয়ে বেসরকারী প্রস্তাব আনেন৷ প্রস্তাবের পক্ষে এদিন তিনি বক্তব্য রাখেন৷ পাশাপাশি, বিধায়ক সুদীপ রায় বর্মণ, রতন চক্রবর্তী, নির্মল বিশ্বাস এবং রঞ্জিত দাস বক্তব্য রাখেন৷ আউটসোর্সিং সমর্থন যোগ্য নয় দাবি করে সকলেই বক্তব্য রাখেন৷ বিধায়ক সুদীপ রায় বর্মণ পূর্বতন সরকার এবং বর্তমান সরকারের নিয়োগ সংক্রান্ত বিষয়-এ নানা তথ্য তুলে ধরেন৷ সাথে তিনি দাবি জানান, আউটসোর্সিং ওই বিজ্ঞপ্তি বাতিল করা হোক৷ কারণ, তাতে প্রচুর ত্রুটি রয়েছে৷ যা ত্রিপুরা সরকারের নিয়োগ নীতির সাথে সাযুজ্য নয়৷ এমনকি, সম কাজে সম বেতন-র সুপ্রিম কোর্ট-র আদেশ উল্লঙ্ঘন করছে৷


জবাবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরা সরকারি দফতরে স্থায়ী পদে নিয়োগে আউটসোর্সিং করছে না এবং আগামী দিনেও করবে না৷ অতীতে আউটসোর্সিং-এ যে প্রক্রিয়া নিয়োগ হয়েছে, একই পদ্ধতি জারি রেখেছে৷ শুধু নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনা হয়েছে৷ তিনি আশ্বস্থ করেন, ওই বিজ্ঞপ্তিতে সামান্য ত্রুটি ছিল৷ ইতিমধ্যে মুখ্য সচিবকে ত্রুটি সংশোধনর নির্দেশ দেওয়া হয়েছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, সম্পুর্ন বিষয় সম্পর্কে অবগত না হয়ে বিভ্রান্তি করার জন্য আউটসোর্সিং নিয়ে ভুল বার্তা ছড়ানো হচ্ছে৷


তাঁর কথায়, মতাদর্শগত ভাবে ভিন্ন হওয়া স্বাভাবিক৷ কিন্ত, জনগণর কল্যাণে, বিশেষ করে যুব সম্প্রদায়ের ভবিষ্যত গড়ে তোলার প্রশ্ণে কোন দ্বিমত পোষনের সম্ভাবনা নেই৷ তিনি এবিষয়ে বিরোধী দলনেতাকে নিশানা করে বলেন, আপনাদের সাথে মতাদর্শগত অমিল থাকতেই পারে৷ কিন্ত, জনকল্যানে আমাদের চিন্তায় কোন ফারাক নেই৷

এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, কর্ম সংস্থানে বিজেপি-আইপিএফটি পূর্বতন বামফ্রন্ট সরকারের তুলনায় অনেক এগিয়ে রয়েছে৷ এক তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০০৬-০৭ অর্থ বছর থেকে ২০১৬-১৭ অর্থবছর ওই ১২ বছরে ৩৪৭০৫ জন সরকারি কর্মচারী অবসরে গেছেন৷ অথচ, স্থায়ী পদে নিয়োগ করা হয়েছে ১৪৫৪৫ জন৷ তাদের মধ্যে ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকারা রয়েছেন৷ তাতে দেখা যাছে গড়ে প্রতি বছরে ২৫৩৩ জন নিয়োগ করা হয়েছে৷ তিনি দাবি করেন, বর্তমান সরকারের জমানায় স্থায়ী পদে ১৬৬১৪ জন নিয়োগ করা হয়েছে৷ আরো ২৮২৪৫ টি পদে নিয়োগ প্রক্রিয়ায় রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *