আগরতায় যুবক এবং কদমতলায় যুবতীব ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি/ আগরতলা, ১৮ মার্চ৷৷ রাজ্যের পৃথক স্থানে দুজনের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ আগরতলায় আড়ালিয়া এক যুবকের এবং কদমতলায় এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷


সংবাদে প্রকাশ, ফাঁসি লেগে আত্মঘাতী ২১ বছর বয়সী এক যুবতী৷মৃতার নাম লক্ষ্মীমণি উরাং৷ ঘটনা কদমতলা থানাধীন রানীবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকার জয় সিং গোল পাড়ায়৷কদমতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷ পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ৷

ঘটনার বিবরণে জানা যায় উত্তর জেলার কদমতলা থানাধীন রানী বাড়ি গ্রাম পঞ্চায়েতের জয় সিং গোল পাড়ার বাসিন্দা লক্ষ্মীমণি উরাংকে গতকাল সকাল থেকে তার পরিবারের লোকজন কোথাও খুঁজে পাচ্ছিল না৷ দুপুরে লক্ষ্মী মনির বৌদি খেতে গরু চরাতে গিয়ে টিলার উপরে তাকিয়ে দেখতে পান লক্ষ্মীমণির মৃতদেহ টিলার উপর একটি বাঁশ ঝাড়ে ঝুলে রয়েছে৷ তখনই তড়িঘড়ি করে বাড়িতে এসে পরিবারের লোকজনকে জানান৷ ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যান৷ মৃতার বড় ভাই জানান গতকাল সকাল ১১ টা থেকে নিখোঁজ ছিল লক্ষ্মীমণি উরাং (২১) পিতা মতিলাল উরাং৷ গতকাল বিকাল বেলা থেকেই চতুর্দিকে খুঁজাখুঁজি চলছিল৷আজ সকালেও আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরও পাননি লক্ষ্মীমণি উরাংকে৷ আজ দুপুরে উনার স্ত্রী গরু চড়াতে গিয়ে দেখতে পান জঙ্গলের মধ্যে ঝুলন্ত অবস্থায় ননদের মৃতদেহ৷ তবে পারিবারিক কোনো ঝামেলা ছিল না বলে জানিয়েছেন মৃতার বড় ভাই৷ পরে খবর দেওয়া হয় কদমতলা থানায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে কদমতলা থানার এসআই বুদ্ধিমান দেববর্মা সহ বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে দেন৷
এদিকে গোটা বিষয়টি নিয়ে কদমতলা থানার এসআই বুদ্ধিমান দেববর্মা জানান,আজ দুপুরে থানায় খবর আসে যে রানীবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ঝুলন্ত মৃতদেহ পাওয়া গিয়েছে৷ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছেন কদমতলা হাসপাতালের মর্গে৷ তবে এটি হত্যা না আত্মহত্যা তদন্ত করে দেখছে পুলিশ৷ পুলিশ সূত্রে আরো জানা যায়, আগামীকাল মাধ্যমিকের পর লক্ষী মনির তার পরিবারের হাতে তুলে দেবে কদমতলা থানার পুলিশ৷
তবে ২১ বছর বয়সী তরতাজা যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়াতে গোটা রানি বাড়ি এলাকায় সুখের ছায়া নেমে এসেছে৷


রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পূর্ব আড়ালিয়ার জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত ব্যক্তির নাম কমল সাহা৷সাতসকালেই রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পূর্ব আড়ালিয়ার জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত ব্যক্তির নাম কমল সাহা৷ বয়স আনুমানিক ৫১ বছর৷ পারিবারিক সূত্রে জানা গেছে ওই ব্যক্তি রাবার বাগানে কাজ করতো৷ এলাকায় তিনি সহজ সরল মানুষ হিসেবে পরিচিত ছিলেন৷সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কেন রাবার বাগানের ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো ঐ ব্যক্তি তা নিয়ে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে৷জানা যায় বৃহস্পতিবার সকালে রাবার বাগানে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন তার পরিবারকে খবর দেন৷


খবর পেয়ে তার স্ত্রী এবং আত্মীয়-স্বজনরা সেখানে ছুটে যান৷ খবর পাঠানো হয় পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ আত্মহত্যার সঠিক কারণ সম্পর্কে পরিবারের লোক জন কিছুই বলতে পারছেন না৷পূর্ব আড়ালিয়া রাবার বাগানে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *