এ এন এম পদে নিয়োগের দাবীতে স্বাস্থ্য দপ্তরে ধরনা বেকার যুবক যুবতীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ এ এন এম এবং এম পি ডব্লিউ প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের অবিলম্বে নিয়োগের দাবিতে বুধবার গোর্খা বস্তিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়৷বিগত চার বছর ধরে এ এন এম এবং এমপিডব্লিউ পদে নিয়োগ বন্ধ৷


২০১৭সালের প্রথমদিকে বামফ্রন্ট সরকারের আমলে শেষবারের মতো এএনএম এবং এম পি ডব্লিউ নিয়োগ করা হয়েছিল৷ ২০১৭ সালের শেষের দিকে ৭৯১ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত সেই পদে নিয়োগ করা হয়নি৷ বামফ্রন্ট সরকারের শেষ দিকের সময় থেকে শুরু করে বর্তমান সরকারের বিগত চার বছরের মধ্যে এএনএম এবং এম পি ডব্লিউ পদে কাউকে নিয়োগ করা হয়নি৷

অথচ রাজ্যে এ এন এম. এবং এম পি ডব্লিউদের জন্য শূন্য পদ রয়েছে৷ রাজ্যে প্রশিক্ষণপ্রাপ্ত বেকারের সংখ্যা বড়জোর ৮০০৷ দীর্ঘ চার বছর ধরে নিয়োগ বন্ধ করে রাখায় প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা বিপাকে পড়েছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বারবার দেখা করার সময় চেয়ে চিঠি পাঠানোর সময় দেওয়া হচ্ছে না৷ স্বাস্থ্য দপ্তরের কাছে বহুবার এ বিষয়ে দাবি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে৷


কিন্তু শূন্যপদে এখনো পর্যন্ত নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷ তাতে শব্দ হয়েই প্রশিক্ষণপ্রাপ্ত এএনএম এবং এম পি ডব্লিউ বেকাররা বুধবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ এবং ধর্না সংগঠিত করে৷ আন্দোলনকারীরা দাবি করেছে শূন্যপদ থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ করা হচ্ছে না৷
রাজ্য সরকার আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে এবং অন্যান্য স্থানেও নতুন নতুন স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে৷ অথচ কর্মী নিয়োগ করা হচ্ছে না৷শুধুমাত্র স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করলেই স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করা যায় না বলে তারা অভিমত ব্যক্ত করেছে৷