আগরতলা, ১৭ মার্চ (হি.স.) ৷৷ বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ জন্মাতো না৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ-কথা বলে ভারত ও ত্রিপুরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন৷
তিনি বলেন, আজ আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন যথাযথ মর্যাদা ও আড়ম্বরের সাথে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন করেছে৷ এদিন সকাল সাড়ে ৮টায় দূতালয় প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে৷ সকাল ৮টা ৩৫ মিনিটে এই দিবস উপলক্ষ্যে প্রদত্ত বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়৷
এর পর সকাল ৯টায় শুরু হয় ১০০ শিশুর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা৷ সকাল ১০টায় অফিস প্রাঙ্গণে সহকারী হাইকমিশনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের মূল অনুষ্ঠান শুরু হয়৷ এরপর সকাল ১০টায় জাতির পিতার স্মৃতিতে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং তার পর জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মধারার উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে৷
এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেক কাটা হয়েছে৷ এরপর এই দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী হাইকমিশনের প্রথম সচিব মোহম্মদ জাকির হোসেন ভুইয়াঁ৷ এই দিবসের তাৎপর্য এবং বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবন ও আদর্শে উপর আলোচনা করেন ত্রিপুরার বিশিষ্ট লেখক-গবেষক এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধেও মৈত্রী সম্মাননা সম্মানে ভূষিত্ব স্বপন ভট্টাচার্য৷
সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্ত্বা৷ তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না৷ তিনি বঙ্গবন্ধুর জন্মদিনে ও জাতীয় শিশু দিবসে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ায় ভারত সরকার তথা ত্রিপুরা সরকার, ত্রিপুরাবাসী এবং সকল ভারতবাসীকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান৷
এর পর ত্রিপুরার শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়েছে৷