মোদীর বঙ্গসফর এবং বিখ্যাতদের পথযাত্রা নিয়েও কথা হয়েছে বৈঠকে : দিলীপ ঘোষ

কলকাতা, ১৬ মার্চ (হি. স.) : মতানৈক্যের প্রার্থী ছাড়াও শাহ-নাড্ডার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গসফর এবং বিখ্যাতদের পথযাত্রা নিয়েও কথা হয়েছে। মঙ্গলবার এ কথা জানান রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপবাবু সংবাদমাধ্যমে বলেন, কেবল প্রার্থী নয়, বিভিন্ন বিধানসভার প্রচার নিয়ে কথা হয় শাহ-নাড্ডার সঙ্গে বৈঠকে। দলের বিভিন্ন কেন্দ্রের সঞ্চালকরা অনেকে ছিলেন। ২০ মার্চ প্রধানমন্ত্রী আসবেন। অন্যান্য কেন্দ্রীয় নেতারাও আসছেন। তাঁদের সভা এবং বিখ্যাতদের পথযাত্রার রূপরেখা নিয়েও প্রাথমিক কথা হয়েছে। বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রথম পর্যায়ের ভোটের ওপর।

এখনও পর্যন্ত দফায়-দফায় মাত্র ১২০ জন প্রার্থী নাম ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে প্রার্থী বদলের দাবিতে জেরবার গেরুয়া শিবির। সূত্রের খবর, জঙ্গল মহলের জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া নিয়ে আলোচনা হয়েছে। সেখানকার পরিস্থিতি কি রয়েছে। ক’টা বিধানসভায় জয় নিশ্চিত সেটা জানতে চাওয়া হয়। নির্বাচন কমিশনে এখনও পর্যন্ত যে সব অভিযোগ রাজ্য বিজেপির তরফে করা হয়েছে সেগুলি জিজ্ঞাস করেন অমিত শাহ। বাকি দফার প্রার্থী নিয়েই বেশি সময় ধরে আলোচনা চলছে বলে জানা গিয়েছে।

কথা ছিল সোমবার বাঁকুড়া থেকে অসম হয়ে দিল্লি ফিরে যাবেন। আচমকাই পাল্টে যায় অমিত শাহর সফরসূচি। দিল্লি ফিরে যাওয়ার বদলে রাজ্য বিজেপির শীর্ষস্তরের সঙ্গে জরুরি বৈঠক করতে সোমবার রাতে কলকাতায় ফিরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহর তলব পেয়ে নিউ টাউনের হোটেলে আয়োজিত বেশি রাতের সেই বৈঠকে হাজির ছিলেন রাজ্য বিজেপির শীর্ষনেতাদের পাশাপাশি বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারাও। মঙ্গলবার সকালেও বৈঠক চলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *