আমেরিকায় করোনা-সংক্রমণ ঊর্ধ্বমুখীই, ২৪ ঘন্টায় মৃত্যু ৭৮৫ জনের

ওয়াশিংটন, ১৬ মার্চ (হি.স.): আমেরিকায় দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে, মৃত্যুর সংখ্যাও ১ হাজারের নীচে নেমেছে। তবে নতুন সংক্রমণে কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫,০৪৫ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৮৫ জনের। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৩০,১৩৮,৫৮৬-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, সোমবার সন্ধ্যা পর্যন্ত ৭৮৫ বেড়ে আমেরিকায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৪৮ হাজার ০১৩ জনের।
জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (সোমবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ০৪৫ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৭৮৫ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩০,১৩৮,৫৮৬-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২২,২৮৬,৫৫১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *