২০ মিনিটে তিনটি দুর্ঘটনা, বিশালগড়ে শিশুসহ আহত ৫

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ মার্চ৷৷ একই দিনে বিশালগড় তিনটি দুর্ঘটনা৷ রবিবার বিশালগড় মহকুমা হাসপাতালের প্রথম গেটের সম্মুখে বাইক ও মারুতি গাড়ির সংঘর্ষ ঘটে টি আর ০১ ডি ৫৩২৩ নম্বরের বাইক এবং টি আর০১জি ০২৫০ নম্বরের মারুতি গাড়ির সাথে সংঘর্ষে আহত বাইক চালক৷ অন্যদিকে হাসপাতালে দ্বিতীয় গেইটে একটি টিআর০৭ ৮৫১৩ বাইকটি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে টিআর০৭ ২৩৯৫ নম্বরের একটি অটোর সাথে ধাক্কা লাগে৷

ধাক্কা খেয়ে পড়ে আহত হয় বাইক চালক আরোহী বিশাল দাস( ১৯) এবং অর্ঘ্য দাস(১৮)তাদেরকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বিষয়গুলো নিয়ে এলাকাবাসীর অভিযোগ হাসপাতাল গেট সংলগ্ণ এলাকায় ট্রাফিকের ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে৷ তাই এলাকাবাসীর দাবি হাসপাতাল গেইট সংলগ্ণ এলাকায় দুর্ঘটনা এড়াতে অতিসত্বর ট্রাফিকের ব্যবস্থা করে দিতে৷ বিশালগড় বাইপাস রোড সংলগ্ণ এলাকায় আরেকটি বাইক দুর্ঘটনা ঘটে৷ বিশালগড় থেকে বাড়ি যাওয়ার পথে স্ত্রী ও ছোট শিশু সহ আহত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *