নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশ রবিবার সকালে হরিজন কলোনি এলাকায় জুয়ার আসর থেকে নগদ টাকা চারটি মোবাইল ফোন এবং ৬জন জুয়াড়িকে আটক করেছে৷ জানা যায় ওই এলাকায় একটি মেলা চলছিল৷
মেলা উপলক্ষে জুয়ার আসর বসে৷ খবর পেয়ে মহিলা থানার পুলিশ সাদা পোশাকে ছুটে গিয়ে সেখান থেকে ৬ জনকে আটক করতে সক্ষম হয়৷ আরো বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ উল্লেখ্য মেলাকে কেন্দ্র করে অবৈধভাবে বিভিন্ন স্থানে এ ধরনের জুয়ার আসর বসছে৷ এই সর্বনাশা জোয়ার খপ্পরে পড়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে৷