নয়াদিল্লি, ১৫ মার্চ (হি. স.) : ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ । স্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন মোট ২৬,২৯১ জন। একই সময়ের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১৮ জনের। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১৭,৪৫৫ জন।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত ১ কোটি ১৩ লক্ষ ৮৫ হাজার ৩৩৯। এর মধ্যে অবশ্য ১ কোটি ১০ লক্ষ ৭ হাজার ৩৫২ জন সুস্থ হয়ে ফিরেছেন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ২ লক্ষ ১৯ হাজার ২৬২টি। এখনও পর্যন্ত করোনার থাবায় প্রাণ হারিয়েছেন মোট ১ লক্ষ ৫৮ হাজার ৭২৫ জন। নতুন বছরের শুরুতে দেশীয় প্রযুক্তিতে তৈরি জোড়া ভ্যাকসিন দিয়ে শুরু হয়েছে গণ টিকাকরণ। তার জেরে পরিস্থিতির খানিকটা উন্নতি হলেও, নয়া ব্রিটেন স্ট্রেন ফের বিপদ বাড়িয়েছে। বিশেষত মহারাষ্ট্রের করোনা পরিস্থিতিতে চিন্তা বাড়ছে। নাগপুরে রবিবার থেকেই চালু হয়েছে পূর্ণাঙ্গ লকডাউন, চলবে ২১ তারিখ পর্যন্ত। আরও কয়েকটি রাজ্যের করোনা গ্রাফও ঊর্ধ্বমুখী।
2021-03-15