সক্রিয় রোগী বেড়ে ১.৭৮ শতাংশ, ভারতে ২২.৫৮-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): উদ্বেগ বাড়িয়ে ভারতে গত কয়েকদিন ধরে বেড়েই চলেছে সক্রিয় রোগীর সংখ্যা। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে ২২.৫৮-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। শনিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১২ মার্চ সারা দিনে ভারতে ৮,৪০,৬৩৫টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২২,৫৮,৩৯,২৭৩-এ পৌঁছে গিয়েছে।
ভারতে বিগত ২৪ ঘন্টায় ফের বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। একধাক্কায় বিগত ২৪ ঘন্টায় বেড়েছে ৪,৭৮৫ জন। দৈনিক আক্রান্তের সংখ্যাও ঊর্ধ্বমুখী, তবে সুস্থতা স্বস্তি দিচ্ছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৯,৯৫৭ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৫৮,৪৪৬ জনের মৃত্যু হয়েছে (১.৪০ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৪০ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,০৯,৭৩,২৬০ জন (৯৬.৮২ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, ৪,৮৭৫ জন বেড়ে এই মুহূর্তে ভারতে মোট ২,০২,০২২ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন (১.৭৮ শতাংশ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *