দেহরাদুন, ১৩ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডের কাঁসরোর কাছে দিল্লি-দেহরাদুন শতাব্দী এক্সপ্রেসে ভয়াবহ আগুন। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে দিল্লি-দেহরাদুন শতাব্দী এক্সপ্রেসের সি৪ কামরা। সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। সুরক্ষিত আছেন সমস্ত যাত্রীরা।
উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, শনিবার কাঁসরোর কাছে দিল্লি থেকে দেহরাদুনগামী শতাব্দী এক্সপ্রেসের সি৫ কামরায় ভয়াবহ আগুন। নিরাপদে কামরার বাইরে বের করে নিয়ে আসা হয় সমস্ত যাত্রীদের। খবর দেওয়া হল দমকলকে, দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিভিয়ে ফেলে। কী কারণে অগ্নিকাণ্ড, তা তদন্ত করে দেখা হচ্ছে।
2021-03-13