বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি, দিল্লি সীমান্তে বাড়ি তৈরি করছেন অন্নদাতারা

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন অন্নদাতারা। এবার দিল্লি সীমান্তে রীতিমতো পাকা বাড়ি বানানো শুরু করেছেন আন্দোলনরত কৃষকরা। ইতিমধ্যেই ২৫টি পাকা বাড়ি তৈরি করা হয়েছে, আগামী দিনে ১০০০-২০০০ পাকা বাড়ি তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছেন কৃষকরা। কেন্দ্রের পাশ করা ৩টি কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। ইতিমধ্যেই এই বিক্ষোভ ৪ মাসে পড়েছে। দিল্লি সীমান্তে মাত্রাতিরিক্ত শীতের মধ্যে অস্থায়ী ছাউনি বানিয়ে শুরু হয়েছিল বিক্ষোভ। দিল্লিতে ধীরে ধীরে বাড়বে গরমের দাপট, সেই কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে পাকা বাড়ি।
দিল্লি-হরিয়ানা সীমান্তের টিকরিতে ইতিমধ্যেই পাকা বাড়ি তৈরি করেছেন কৃষকরা। এই বাড়ি তৈরি করার জন্য যে সরঞ্জামের প্রয়োজন, তার টাকা কৃষকরাই দিচ্ছেন। কিসান সোশ্যাল আর্মি বাড়িগুলি তৈরি করছে। শনিবার সকালে কিসান সোশ্যাল আর্মির নেতা অনিল মালিক জানিয়েছেন, “এই সমস্ত বাড়িগুলি শক্তিশালী এবং স্থায়ী ঠিক কৃষকদের সদিচ্ছার মতো। ২৫টি বাড়ি তৈরি হয়েছে, আগামী দিনে ১০০০-২০০০ বাড়ি তৈরি করা হবে।” প্রসঙ্গত, ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে ১০ দফার বেশি বৈঠক করেছেন কৃষকরা। কিন্তু কোনও সমাধানসূত্র বের হয়নি। কেন্দ্র জানিয়েছে, আইনে কিছু সংশোধনী আনতে তৈরি তারা। অবশ্য নিজেদের দাবি থেকে সরে আসতে নারাজ কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *