অবৈধ সম্পর্কের জেরে সন্তান প্রসব বিধবার চাঞ্চল্য বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ অবৈধ সম্পর্কের জেরে সন্তানের জন্ম দিলেন এক বিধবা৷ ঘটনা বিশাল গড়ের হরিশপুর চা-বাগানে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ চাইল্ড লাইন শিশু ও তার মাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে৷


আবারও এক চূড়ান্ত সামাজিক অবক্ষয়ের দৃষ্টান্ত পরিলক্ষিত হল বিশালগড়ে৷ অবৈধ সম্পর্কের জেরে এক বিধবা মহিলার গর্ভে জন্ম হলো এক নবজাতক শিশু৷ হরিশপুর চা বাগানে এক বিধবা শিশু সন্তান ভূমিষ্ঠ করার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ জানা যায় , বিধবা মহিলা শিশুটিকে ফেলে দেওয়ার পরিকল্পনা নিচ্ছিলেন৷ গোটা বিষয়ে খবর যায় চাইল্ড লাইনের কাছে৷ বৃহস্পতিবার দুপুরে চাইল্ড লাইনের কর্মীরা মহিলার বাড়িতে যান এবং মহিলা ও শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন৷ সঙ্গে সঙ্গেই শিশুটিকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হয়৷ অবস্থা আশংকাজনক হওয়ায় বিশালগড় হাসপাতাল থেকে হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ টিচিং হাসপাতলে স্থানান্তর করা হয়৷ বর্তমানে নবজাতক শিশুর চিকিৎসা চলছে৷

বিধবা মহিলার গর্বে শিশু জন্মের খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে৷ শিশুটি কার পাপের বোঝা তা খুঁজে বের করার জন্য এলাকাবাসী চাইল্ড লাইন ও পুলিশের কাছে দাবি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *