রাজনগরে সিপিএমের গণবস্থানে হামলা, পার্টি অফিসে আগুন, পুলিশ সহ আহত চার

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১১ মার্চ৷৷ বিলোনিয়ার রাজনগরের হামলার ঘটনায় আহত ৪ বাম কর্মী সহ এক পুলিশ কর্মী৷ পুলিশ ও টিএসআর বাহিনীর সামনেই এই ঘটনা৷ পরে পুলিশ ও টিএসআর বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হলেও থমথমে পরিস্থিতি রাজনগর৷ একে অপরের উপর অভিযোগ পাল্টা অভিযোগ৷
তিনটি কৃষি আইন বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, রেগার মজুরি ৩৪০ টাকা দুইশ দিনের কাজ, বেকারদের কর্মসংস্থানের দাবি সহ আরো অন্যান্য দাবিতে রাজনগর বিধানসভা কেন্দ্রে গন অবস্থানের ডাক দেয় সিপিআইএম৷ আরক্ষা দপ্তরের কাছ থেকে অনুমতি নিয়ে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ সিপিআইএম রাজনগর অঞ্চল কমিটির কার্যালয়ের সামনে থেকে মিছিল সংগঠিত করে৷


বিধায়ক সুধন দাস, পার্টির মহাকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত, পার্টির রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর সেনের নেতৃত্বে এই মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করার পর রাজনগর নতুন মোটর স্ট্যান্ডে আয়োজিত গন অবস্থানে সামিল হয়৷ গনবসান প্রায় শেষ পর্যায়ে হঠাৎ শুরু হয়ে যায় হামলা৷ গনবস্থানে আসা উপস্থিত সিপিআইএম নেতা কর্মী সমর্থকদের লক্ষ্য করে ছোঁড়া হয় ইট, পাটকেল সহ কাঁচের বোতল৷ এর ফলে আহত চার সিপিআইএম কর্মী সহ এক পুলিশ কর্মী৷ সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ তোলা হয় শাসক দলের কিছু দুসৃকতিকারীরা এই হামলা করেছে৷
গনবস্থানে হামলা ও রাজনগর অঞ্চল পার্টি অফিসে অগ্ণিসংযোগের ঘটনা জানিয়ে বিধায়ক সুধন দাস , দক্ষিণ জেলার পুলিশ সুপার থেকে শুরু করে রাজ্য পুলিশ আধিকারিকের নিকট ঘটনাজানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *