নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ শান্তিরবাজার/ আগরতলা, ১০ মার্চ৷৷ মোট পাঁচটি আসনে সন্তুষ্ট হয়ে মনোনয়ন পত্র জমা দিলেন আই এন পিটি৷ বুধবার দুপুরে ১৯ আমতলী গোলাঘাটি আসনের প্রার্থী উমা শঙ্কর দেবর্বমা বিশালগড় মহকুমা শাসকের কাছে মনোনয়ন পত্র জমা দেন৷মনোনয়নের পরে তিনি নির্বাচনে জয়ের আশা ব্যক্ত করেন৷ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ইতিমধ্যেই তিনি নির্বাচনি কাজে ঝাঁপিয়ে পড়েন৷উমা শংকর দেবর্বমা বলেন পাহাড় আজও পিছিয়ে রয়েছে৷ দীর্ঘ ২৫ বছর বাম আমলে কোনরকম উন্নতি ঘটেনি পাহাড়ে যেটা রাম আমলের তিন বছরে ও পরিবর্তন দেখতে পায়নি পাহাড়ে বসবাসকারীরা৷কোন উন্নতি হয়নি জনজাতিদের৷ নির্বাচনে জয়ী হলে তিনি জনজাতিদের পাশে থেকে তাদের সুখ দুঃখের সাথী হবেন৷শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানীয় জল,রাস্তা ঘাট,সহ জনজাতিদের স্বাবলম্বী করার ক্ষেত্রে বিশেষ মনোযোগী হবেন বলে জানিয়েছেন তিনি৷এছাড়া মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন আই এন পিটির কেন্দ্রীয় কমিটির নেতা মানব দেবর্বমা৷ তিনি বলেন মহারাজা প্রদ্যুত কিশোর দেবর্বমার নেতৃত্বে আই এন পিটির বিশেষ সহযোগিতায় পাহাড়ে ক্ষমতা দখল করা হবে৷ বৃহস্পতিবার থেকে যৌথ ভাবে পাহাড়ে শুরু হবে নির্বাচনি প্রচার৷
এদিকে, আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্রকরে ২৬ বীরচন্দ্র নগর – কলসী এডিসি কেন্দ্রের তিনটি দলের প্রার্থী আজ মনোনয়ন পত্র জমাদিলেন৷ এডিসি নির্বাচন ঘোষনার পরথেকে রাজ্যের সবকয়টি দলের কর্মীরা নিজ নিজ মতো প্রচার চালিয়ে যাচ্ছে৷ এরইমধ্যে সব কয়টি দলের লোকজনেরা এডিসি নির্বাচনকে কেন্দ্রকরে প্রার্থী ঘোষনা করেছে৷ আজ ২৬ বীরচন্দ্রনগর – কলসী কেন্দ্রের কংগ্রেস মনোনিত প্রার্থী মৃনাল ত্রিপুরা, তিপ্রা দলের মনোনিত প্রার্থী হরেন্দ্র রিয়াং, জনতা দল ইউনাটেড দলের মনোনিত প্রার্থী কল্যান রিয়াং শান্তির বাজার মহকুমা শাসকের নিকট নিজ নিজ মনোনয়ন পত্র জমা করেন৷ মনোনয়নপত্র দেওয়ার পর দলের প্রার্থী ও দলের কর্মীরা সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে আসন্ন এডিসি নির্বাচনে জয়যুক্ত হলে লোকজনদের উন্নতিসাধনে কাজ করবে বলে পতিশ্রুতি দেন৷ সকল দলের প্রার্থীরাই আশাবাদী আসন্ন এডিসি নির্বাচনে উনারা বিপুল ভোটে জয়লাভ করবেন৷
অন্যদিকে, আসন্ন এডিসি নির্বাচনে ২ নং মাছমারা আসনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী নারায়ণ ভৌমিক ও ৪ নং করম ছড়া আসনের প্রার্থী শান্তি রঞ্জন চাকমা বুধবার কুমারঘাট মহকুমা শাসক সন্দীপ চক্রবর্তীর কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷ বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়নপত্র জমা কে কেন্দ্র করে বুধবার কুমার ঘাটে এক মিছিল সংঘটিত করা হয়৷মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে কুমারঘাট সি.পি.আই.এম মহকুমা কমিটির অফিস থেকে দলীয় কর্মী-সমর্থকরা দলীয় দুই প্রার্থীকে নিয়ে মিছিল করে কুমারঘাট শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কুমারঘাটের মহকুমা শাসকের অফিসে যান৷ মিছিলে দুই প্রার্থী ছাড়াও ছিলেন ফওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক শ্যামল দেব, সি.পি.আই.এম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, কুমারঘাট মহকুমা কমিটির সম্পাদক স্বপন বৈষ্ণব, কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, ত্রিপুরা বিধানসভার সদস্য মবস্বর আলী, তপন চক্রবর্তী সহ আরও অনেকে৷
সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সি.পি.আই.এম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন ,শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে এই এলাকার জনগণ প্রার্থীদের বিপুল ভোটে জয়ী কর৷মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে দলীয় মিছিলে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন৷ মিছিল চলাকালীন কুমারঘাট সি.পি.আই.এম মহকুমা কমিটির অফিসে একান্ত সাক্ষাৎকারে ফওয়াড ব্লকের রাজ্য সম্পাদক শ্যামল দেব বলেন ,আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত পরিষদ নির্বাচনে জেলাপরিষদ প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন বলে তারা আশাবাদী৷মানুষকে ভুল বুঝিয়ে রাজ্যে যারা ক্ষমতা দখল করেছে তারা ক্ষমতায় এসে কি কাজ করছেন তারা যে জনগণ উপলব্ধি করতে পারছেন৷তিনি দাবি করেন ত্রিপুরার শান্তি সম্প্রীতি রক্ষার জন্য একমাত্র বিকল্প শক্তি৷বামফ্রন্টের প্রার্থীরা সুশৃংখলভাবে রিটার্নিং অফিসারের অফিসে গিয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন৷ নির্বাচন পর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করতে তারা দাবি জানিয়েছেন৷