মুম্বই, ১০ মার্চ (হি. স.) : রণবীর ও বনশালীর করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই তাঁদের সংস্পর্শে আসা আলিয়া ভাটকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোয়ারান্টিনে পাঠানো হয়। এরপরই আলিয়ারও করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। আলিয়ার রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে তাঁর পরিবার।
মঙ্গলবার জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন রণবীর কাপুর। তাঁর মা নিতু কাপুর নিজেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানান। সেখানে জানানো হয়, রণবীরের চিকিৎসা চলছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি কোয়ারান্টিনে রয়েছেন এবং সবরকম সতর্কতা মেনে চলছেন। এরপরই মঙ্গলবারই আবার জানা যায়, করোনা রিপোর্ট পজিটিভ এসেছে পরিচালক সঞ্জয়লীলা বনশালীরও। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ও তিনি হোম আইসোলেশনে রয়েছেন। জানা গিয়েছে, মুম্বইয়ের গুরগাঁও ফিল্ম সিটিতে আলিয়ার সঙ্গে একটি ছবির শ্যুটিং করছিলেন তিনি। সঞ্জয়ের করোনা পজিটিভ আসায় আলিয়া সহ শ্যুটিং ইউনিটের সকলকেই কোয়ারান্টিনে পাঠানো হয়। সঞ্জয়ের মায়েরও করোনা পরীক্ষা করান। তবে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিন জানা যায়, আলিয়ারও রিপোর্ট নেগেটিভ।