আগরতলা, ৬ মার্চ (হি.স.) ৷৷ আরও একটি মাইল ফলক পার করা এখন শুধুই সময়ের অপেক্ষা৷ আগামী ৯ মার্চ দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে অত্যাধুনিক ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ত্রিপুরায় সরকার পরিবর্তনের তিন বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে আইসিপি-র ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি৷ সে মোতাবেক প্রস্তুতি শুরু করে দিয়েছে ল্যান্ডপোর্ট অথরিটি অব ইন্ডিয়া৷ মূলত, আগামীদিনে সাব্রুম শহর দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়ে হচ্ছে৷ স্বাভাবিকভাবে, সবচেয়ে আধুনিক আইসিপি স্থাপনে পরিকল্পনা নেওয়া হয়েছে৷
এ-বিষয়ে আগরতলা ল্যান্ডপোর্ট অথরিটি-র ম্যানেজার দেবাশিস নন্দী জানান, আগামী ৯ মার্চ সাব্রুমে আইসিপি-র ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি চলছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে আইসিপি-র ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন৷ তাঁর কথায়, ওই আইসিপি-র পরিকাঠামো নির্মাণে ১৪২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে৷ তাছাড়া, জমি অধিগ্রহণে ৯১ কোটি টাকা খরচ হবে৷ তিনি জানান, প্রায় ৫০ একর জমিতে আইসিপি স্থাপন করা হবে৷ তাঁর দাবি, উত্তর- পূর্বাঞ্চলে সবচেয়ে বড় আইসিপি স্থাপিত হবে সাব্রুমে৷ কারণ, অদূর ভবিষ্যতে সাব্রুম দক্ষিণ-পূর্ব এশিয়া-র গেটওয়ে হচ্ছে৷
তাঁর দাবি, ওই আইসিপি-তে যাত্রীদের জন্য অত্যাধুনিক টার্মিনাল, থাকার জায়গা, পণ্য লোডিং-আনলোডিং এর সুবিধা, সাংসৃকতিক কেন্দ্র সহ সমস্ত আধুনিক সুবিধার ব্যবস্থা থাকবে৷ ওই আইসিপি-র চেহারা অন্য সমস্ত আইসিপি থেকে আলাদা হবে৷
প্রসঙ্গত, ত্রিপুরার সাথে বাংলাদেশের সংযোগ স্থাপনে আগামী ২৬ মার্চ সাব্রুমে মৈত্রী সেতুর উদ্বোধনেরও সম্ভাবনা রয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সেতুর উদ্বোধন করবেন৷ ওই সেতু নির্মাণে সাব্রুম থেকে চিটাগাং বন্দরের দূরত্ব কমে হবে ৭০ কিমি এবং তাতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে ত্রিপুরার৷ এতে চিটাগাং বন্দর থেকে বড় কন্টেনারে পণ্য আমদানি খুবই সহজ হবে৷ ফলে, উপকৃত হবে ত্রিপুরা সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চল৷