আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে আরবিসি

মুম্বই, ৭ মার্চ (হি.স.) : ঘোষিত হল আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সূচি । রবিবার আইপিএল ১৪-র পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল বিসিসিআই  । সূচি অনুযায়ী, ৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। ফাইনাল ৩০ মে ।উদ্বোধনী ম্যাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে বিরাট কোহলির আরবিসি ।

বোর্ডের তরফ থেকে ঘোষিত সূচি অনুযায়ী, দিল্লি, আহমেদাবাদ, চেন্নাই, মুম্বই, কলকাতা, ব্যাঙ্গালোর-এই ছটি শহরে আয়োজিত হবে এবারের আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচগুলো। আর প্লে-অফ এবং ফাইনাল হবে মোতেরায় । এছাড়া বঙ্গে বিধানসভা নির্বাচন থাকায় ভোটের ফলাফলের পর ৯ মে থেকে কলকাতায় আয়োজিত হবে আইপিএলের ম্যাচগুলো। সবমিলিয়ে ইডেনে মোট ন’টি ম্যাচ আয়োজিত হলেও দুর্ভাগ্যবশত তাতে নেই কেকেআরের কোনও ম্যাচ। অর্থাৎ ইডেনে বসে মর্গ্যানদের খেলা দেখতে পারবেন না নাইটভক্তরা।

করোনা আবহে নানান টালবাহানার পর আরব আমিরশাহীতে দর্শকশূন্য স্টেডিয়ামেই আয়োজিত হয়েছিল গতবারের আইপিএল। এবার দেশের মাটিতে আয়োজিত হলেও প্রথমদিকে কোনও দর্শককেই মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পরবর্তীতে অবশ্য মাঠে দর্শকদের প্রবেশের বিষয়ে ভাবনাচিন্তা করবে বোর্ড। এমনটাই জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *