কলকাতা, ৫ মার্চ (হি. স.) : ‘‘বাংলার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে চাই আরও গতি৷ সেই সঙ্গে জরুরি রাজ্যের কৃষ্টি, সংসৃকতি আর অসাম্প্রদায়িক ঐতিহ্য বজায় রাখা৷ এটাই এবার তৃণমূলের নির্বাচনী ‘ব্রত’৷‘‘ তা পূরণ করার প্রথম ধাপ হিসেবে পূর্বঘোষণা মত শুক্রবার বিধানসভা নির্বাচনের দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, ‘‘আমি নন্দীগ্রাম থেকেই লড়ছি৷ পাহাড়ের ৩টি আসনে লড়বে না তৃণমূল৷‘‘ ২৯৪টি থেকে এই তিন আসন বাদ দিয়ে ২৯১টি আসনের প্রার্থীদের নাম জানান তিনি৷
বাংলা নিজের মেয়েকেই চায়’ আর ‘সোনার বাংলা গড়ব’ দুই শিবিরের আপ্তবাক্যের দ্বৈরথপর্বে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকেই ভোটে লড়বেন জোড়াফুল শিবিরের সেনাপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিবরাত্রির দিন তিনি মনোনয়নপত্র জমা দিতে পারেন৷ ইতিমধ্যেই নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোর ‘আস্তানা’ বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে৷ বৃহস্পতিবার সেখানে পৌঁছেছে ভোটযুদ্ধের প্রয়োজনীয় সরঞ্জাম৷
ভবানীপুর আসনে দীর্ঘদিনের সঙ্গী শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো৷ শারীরিক অসুস্থতার জন্য এ বারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন না অমিত মিত্র৷ এবং পূর্ণেন্দু বসু৷ ৮০-র ঊধর্ে যাঁদের বয়স, তাঁদের এবার টিকিট দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন মমতা৷
প্রত্যাশা মতো এবারের নির্বাচনে টলিপাড়ার একাধিক পরিচিত মুখকে প্রার্থী করছে তৃণমূল৷ অভিনেত্রী সায়নী ঘোষ প্রার্থী হচ্ছেন আসানসোল দক্ষিণে৷ পরিচালক রাজ চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারাকপুর থেকে৷ কীর্তন শিল্পী অদিতি মুন্সি দাঁড়াবেন রাজারহাট-গোপালপুর আসনে৷ অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হচ্ছে বাঁকুড়া থেকে৷ সিঙ্গুরে ‘মাস্টারমশাই’ রবীন্দ্রনাথের পরিবর্তে প্রার্থী হচ্ছেন বেচারাম মান্না৷ চন্দ্রিমা ভট্টাচার্য দাঁড়াবেন দমদম উত্তরে৷
উল্লেখযোগ্য অন্যান্য প্রার্থীদের মধ্যে আছেন উত্তরপাড়া কাঞ্চন মল্লিক৷ শিবপুর মনোজ তেওয়ারী৷ কামারহাটি মদন মিত্র৷ উলুবেড়িয়া পূর্ব প্রাক্তন ফুটবলার বিদেশ বসু৷ ঝাড়গ্রাম বীরবাহা হাঁসদা৷
তৃণমূল এবার আগে থেকেই বলেছিল অশীতিপরদের লড়াই থেকে বাদ রাখা হবে৷ বিশ্রাম দেওয়া হবে অসুস্থদেরও৷ শুক্রবার পুরনো নতুনের মিশেলে এই প্রার্থীতালিকা যখন সামনে এল, দেখা গেল পূর্ণেন্দু বসু নেই৷
রাজনৈতিক মহল বলছে, এই প্রার্থীতালিকায় ৫০ জন মহিলা ও ৭৯টি আসনে তফশিলিরা আছেন৷ দক্ষ রাজনীতিবিদ, ঘনিষ্ঠ সহযোদ্ধা পূর্ণেন্দু বসু প্রার্থী না হলেও তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাত্মক প্রচারের কাজে লাগবেন নন্দীগ্রামে৷ অমিত মিত্রও এবার শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়াচ্ছেন৷ খড়দহে তাঁর পরিবর্তে দাঁড়াচ্ছেন কাজল সিনহা৷
থাকছেন না প্রাক্তন মুখ্যসচিব তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মনীশ গুপ্ত৷ থাকছেন না সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য৷ সিঙ্গুরের আসনে দাঁড়াচ্ছেন বেচারাম মান্না৷ বয়সের কারণে বাদ পড়ছে ব্রজ মজুমদারের নাম৷ শারীরিক সমস্যার কারণে বাদ যাচ্ছেন সোনালি গুহও৷ বাদ পড়ছেন অমল আচার্যও৷ নাম নেই জটু লাহিড়ির৷ আগে থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন মমতার প্রিয় বুয়া তথা সমীর চক্রবর্তী৷ নিজেকে আগেভাগেই সরিয়ে নিয়েছিলেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়ও৷
টিকিট দেওয়া হয়নি রেজ্জাক মোল্লা, মালা সাহা, রত্না ঘোষ কর, স্মিতা বক্সী,নার্গিস বেগম, রবীন ভট্টাচার্যদেরও৷ টিকিট পেলেন না রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়ও৷ এছাড়াও আশিস চক্রবর্তী, প্রদ্যুত ঘোষেরাও টিকিট পাননি৷ টিকিট পাননি হিতেন বর্মন, দীপেন্দু বিশ্বাসরা৷ বাদ পড়াদের মধ্যে রয়েছেন মোট ২৭ জন৷টিকিট পেলেন বহু নতুন মুখ৷ বাদও গেলেন বেশ কয়েকজন চেনামুখ৷ যদিও মমতার আশ্বাস, যাঁরা বাদ পড়লেন তাঁদের অনেকেই যাবেন বিধান পরিষদে৷
শুক্রবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা ঘোষণা করেন৷ এর পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ক্ষোভ, বিক্ষোভ৷ এবারের বিধানসভা লড়াইয়ে তৃণমূলের টিকিট পাননি সিঙ্গুরের বর্তমান বিধায়ক ‘মাস্টারমশাই’ রবীন্দ্রনাথ ভট্টাচার্য৷ তাঁর বদলে এবার সিঙ্গুর থেকে লড়বেন ভূমিপুত্র বেচারাম মান্না৷ এর জেরে ক্ষুব্ধ রবীন্দ্রনাথবাবুর সাফ বক্তব্য, ’’মমতা বন্দ্যোপাধ্যায় বললেও সিঙ্গুরে বেচারামের হয়ে প্রচার করব না৷’’
অন্যদিকে, প্রার্থী হতে না পেরে কার্যত বিদ্রোহ করে বিধায়ক পদই ছাড়লেন নলহাটির মইনুদ্দিন শামস৷ তাঁর দাবি, যাঁকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে, সেই রাজেন্দ্রপ্রসাদ সিংকে চান না অনেকেই৷ এলাকায় তাঁর কোনও পরিচিতি নেই৷ তিনি অন্য দলের হয়ে নলহাটি থেকেই ফের লড়বেন৷ সম্ভবত সংযুক্ত মোর্চা অর্থাৎ বাম-কংগ্রেস-আইএসএফ জোটের প্রার্থী হতে চলেছেন৷ যদিও এ বিষয়ে এখনও মুখে কুলুপ মইনুদ্দিন শামসের৷
দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ায় চারবারের বিধায়ক তথা প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালি গুহ৷ কিন্তু এবার আর তাঁকে প্রার্থী করা হয়নি৷ তা জেনেই কেঁদে ভাসালেন সোনালি৷ কান্নাভেজা গলাতেই তিনি বলেন, ’’বহু লড়াই-আন্দোলনে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম৷ এবার আমাকে দল টিকিট দিল না৷ নারী দিবসের আগে দলের থেকে যোগ্য সম্মান পেলাম৷’’
টিকিট না পেয়ে ক্ষুব্ধ ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম পোলেরহাট এলাকায় নিজের পার্টি অফিসেই তিনি ভাঙচুর করেন৷ রাস্তার সামনে অবরোধ করেন তাঁর অনুগামীরা৷ এ নিয়ে বেলার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়৷ একইভাবে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আবদুর রেজ্জাক মোল্লা এবং বাসন্তীর বিধায়ক গোবিন্দচন্দ্র নস্কর ক্ষোভ ব্যক্ত করেছেন দলের বিরুদ্ধে৷
প্রতি ভোটেই শতাংশের নিরিখে অন্য যে কোনও দলের চেয়ে বেশি মহিলা প্রার্থী থাকে তৃণমূলের৷ মহিলা জনপ্রতিনিধির শতাংশও বেশি অন্য যে কোনও দলের চেয়ে৷
মহিলাদের ক্ষমতায়নের কথা বারবার বলে মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রার্থী তালিকায় ১৮ শতাংশ অর্থাৎ ৫১ জন মহিলা স্থান পেয়েছেন৷ যার মধ্যে রাজনীতি করা প্রার্থী সাবিত্রি মিত্র, গীতারানি ভুঁইয়্যা, অসীমা পাত্র, চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, আবার সিনেমা জগতের জুন মালিয়া, সায়নী ঘোষ, কৌশানি মুখোপাধ্যায়, লাভলি মৈত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছেন৷আসন্ন ২০২১ বিধানসভা নির্বাচনে নানা ধর্ম, নানা ক্ষেত্র থেকে এবারের নির্বাচনে প্রার্থী দিয়েছেন তৃণমূল সুপ্রিমো৷ মোট ২৯১ টা আসনে সাধারণ অর্থাৎ অসংরক্ষিত প্রার্থী হয়েছেন ১৪১ জন, শতাংশের বিচারে ৪৮ শতাংশ৷ অনগ্রসর জাতি থেকে ১৯ জন প্রার্থী হয়েছেন শতাংশের বিচারে যা ৭ শতাংশ৷ তফশিলি জাতি থেকে ভোটে লড়ছেন ৭৯ জন, শতাংশের বিচারে ২৭ শতাংশ৷ তফশিলি উপজাতি থেকে ১৭ জন প্রার্থী হয়েছেন শতাংশের বিচারে ৬ শতাংশ৷ ৩৫ জন সংখ্যালঘু প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে আসন্ন নির্বাচনে, যা শতাংশের বিচারে ১২ শতাংশ৷ অর্থাৎ, এভাবেই বিরোধী শিবিরের তরফের বারবার দেওয়া ‘তোষণকারী’ তকমা একেবারে ঝেড়ে ফেললেন তৃণমূল সুপ্রিমো৷ অন্যবারের প্রার্থীর তুলনায় এবারের প্রার্থী তালিকায় কমেছে সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা৷ তৃণমূলের দাবি, বিজেপিকে ভোটের আগেই বিপাকে ফেললেন তৃণমূল সুপ্রিমো৷ এবারের প্রার্থী তালিকায় শুধুমাত্র রাজনীতি করা মানুষদের নয়, খেলা, সিনেমা, স্বাস্থ্য, সমাজসেবী স্তর থেকেও প্রার্থী করেছেন মমতা৷ বেশ কিছু চিকিৎসক রয়েছেন এবারের তৃণমূলের প্রার্থী তালিকায়, রানা চট্ট্যোপাধ্যায়, রেজাউল করিম, ডাঃ প্রদীপ কুমার বর্মার মতো মানুষ, আবার রয়েছেন খেলার জগৎ থেকে বিদেশ বসু ও মনোজ তিওয়ারির মতো তারকারা৷
2021-03-05