নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ বিশালগড় থানা এলাকার ঘনিয়ামারা থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত যুবকের নাম বিষ্ণু দাস৷বিশালগড় থানা এলাকার ঘনিয়া মার থেকে বুধবার নিখোঁজ হয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে বৃহস্পতিবার৷ মৃত যুবকের নাম বিষ্ণু দাস৷ বয়স আনুমানিক ২৭ বছর৷ তার স্ত্রী এবং তিন বছরের কন্যা সন্তান রয়েছে৷ বৃহস্পতিবার সকালে মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মৃত বিষ্ণু দাস এর বড় ভাই জানান বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তার মৃতদেহ পাওয়া গেছে৷
তিনি আরো জানান বুধবার সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি৷ মৃত বিষ্ণু দাস রিস্কা চালক ছিল৷ তার মৃত্যু ঘিরে নানা প্রশ্ণ করতে শুরু করেছে৷মৃত বিষ্ণুদাস এর স্ত্রী জানান তিনি বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন৷শাশুড়ি বুধবার তাকে ফোন করে বলেছিলেন বাড়িতে চলে আসতে৷ স্বামী বিষ্ণুদাস একই কথা বলেছিল৷ বিষ্ণুর স্ত্রী জানিয়েছিল পরদিন বাড়িতে চলে আসবে৷ এর মধ্যেই বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর সংবাদ মিলেছে৷ বিশাল ঘরের ঘনিয়া মারায় রিক্সা চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷বিশালগড় থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷
এদিকে, তেলিয়ামুড়ার ময়লাখলা এলাকায় বাইক দূর্ঘটনায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷অপর এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷বুধবার গভীর রাতে তেলিয়ামুড়া থানা এলাকার ময়লাখোলা এলাকায় বাইক দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে জিপি হাসপাতালে চিকিৎসাধীন৷ মৃত কিশোরের নাম বিশ্বজিৎ সরকার৷ বয়স ১৭ বছর৷ জানা যায় সে একটি সাউন্ড সিস্টেম এর দোকানে কাজ করতো৷
বুধবার রাত তিনটে নাগাদ দোকানের মালিককে নিয়ে বাইকে করে সে ফিরছিল৷ময়লা এলাকায় কয়েকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগলে দুজনের গুরুতরভাবে আহত হয়৷ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদের জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশ্বজিৎ সরকার নামে হয়৷ ঘটনার খবর পেয়ে তার পরিবারের লোকজন রাতে তেলিয়ামুড়া থেকে জিবি হাসপাতালে ছুটে আসেন৷ তেলিয়ামুড়া থানার পুলিশ মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷