নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে ফের আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার রাহুলের আক্রমণ, “মূল্যবৃদ্ধি একটি অভিশাপ। শুধুমাত্র ট্যাক্স আদায়ের জন্য জনগণকে মূল্যবৃদ্ধির জলাভূমিতে ঠেলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।” মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হওয়ার জন্য একটি অভিযানের সূচনা করেছে কংগ্রেস। ‘#SpeakUpAgainstPriceRise’-নামক এই অভিযানে অংশ নেওয়ার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী।
শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে হিন্দিতে রাহুল গান্ধী লিখেছেন, “মূল্যবৃদ্ধি একটি অভিশাপ। শুধুমাত্র ট্যাক্স আদায়ের জন্য জনগণকে মূল্যবৃদ্ধির জলাভূমিতে ঠেলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। দেশের বিনাশের বিরুদ্ধে গর্জে উঠুন- #SpeakUpAgainstPriceRise অভিযানে অংশ নিন।” রাহুল গান্ধী ছাড়াও এদিন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস নেতা শশী থারুরও। ক্ষোভপ্রকাশ করে শশী জানিয়েছেন, “ভারত এমনটা আর সহ্য করবে না। মূল্যবৃদ্ধির প্রতিবাদে গর্জে উঠবে ভারত।”
2021-03-05