মুম্বাই, ৪ মার্চ (হি. স.) : মুক্তি পেল পরিণীতি চোপড়া অভিনীত ‘সাইনা’র টিজার। ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেওয়ালের বায়োপিক নিয়ে ছবি বানিয়েছেন অমল গুপ্তে। ছবির প্রযোজনায় রয়েছেন ভুষণ কুমার। ২৬শে মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবিটি।
এই ছবিতে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। টিজার মুক্তি পাওয়া রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই ভক্তদের প্রশ্নংসা কুড়িয়েছেন অভিনেত্রী পরিনীতি চোপড়া। প্রথমে এই ছবির মুক্তির কথা ছিল ওটিটি প্ল্যাটফর্মে। তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে ১০০ শতাংশ দর্শকাসন নিয়ে খোলা হয়েছে হলগুলিকে। তাই এই ছবির ক্ষেত্রে বড় পর্দায় ছবি মুক্তির কথা ভাবছেন নির্মাতারা। ২৬শে মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবিটি।