নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ জিবিপি হাসপাতালের চিকিৎসকগণ গতকাল দুরূহ অে’াপচার করে বয়স্কা এক মহিলাকে বিপদমুক্ত করেছেন৷ জরায়ু থেকে ৯ কেজি ওজনের এই টিউমার অস্ত্রোপচার করে বের করায় রোগীর আত্মীয়-স্বজনরা চিকিৎসকদের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন৷
আনন্দনগরের বাসিন্দা ষাট বছরের মহিলার পেট গত বেশ কয়েক বছর ধরেই অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল৷ তার বিভিন্ন ধরনের জটিলতা ও অস্বস্তিও হচ্ছিল৷ শেষপর্যন্ত দিনকয়েক আগে তিনি জিবিপি হাসপাতালে আসেন৷ পরীক্ষা-নিরীক্ষায় ডিম্বাশয়ে টিউমার ধরা পরে৷ নানা পরীক্ষা-নিরীক্ষার পর জিবিপি হাসপাতালের চিকিৎসকরা তার অপারেশনের দিন ধার্য করেন৷ দুপুরে এক ঘন্টারও বেশী সময় ধরে এই জটিল অপারেশন হয়৷ স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ আশিস কুমার রক্ষিত ও ডাঃ ধ্রুব প্রসাদ পাল অস্ত্রোপচার করেন৷
অ্যানেস্থেসিওলজিষ্ট ছিলেন ডাঃ রাজেশ চৌধুরী৷ ছিলেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ সৌরিশ দেববর্মা ও ডাঃ অর্ঘ্য মল্ল দেববর্মা, পিজি স্টুডেন্ট ডাঃ শতরূপা আচার্য ও ডাঃ প্রিয়ঙ্কা দেববর্মা৷ এছাড়া সিস্টার জ্যোৎস্না দাস ও তপতি চক্রবর্তী ছিলেন এই টিমে৷ প্রায় নয় কেজির টিউমারটি অস্ত্রোপচার করে বের করা হয়৷ জিবিপি হাসপাতালে সাম্পতিককালে একাধিক জটিল অস্ত্রোপচারে সাফল্য এসেছে৷ এই অপারেশনটিও জটিল এক অপারেশন ছিল৷ রোগিনী বর্তমানে সুুস্থ এবং হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন৷ এই জটিল অস্ত্রোপচারের মাধ্যমে রাজ্যের চিকিৎসকদের দক্ষতা আবারও প্রমাণিত হল বলে দপ্তর মনে করছে৷ স্বাস্থ্য অধিকর্তা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানিয়েছেন৷