লরি চালক হত্যাকান্ডে জড়িত দুই অভিযুক্ত পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ ধলাই জেলার আমবাসা থানাধীন সালেমার লাল লালছড়ি এলাকায় লরি চালককে খুনের ঘটনায় জড়িত দু’’জনকে আটক করেছে আমবাসা থানার পুলিশ৷ধলাই জেলার আমবাসা থানা এলাকার লাল ছড়ি এলাকায় লরি চালককে খুন করে নগদ ৪০ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর হত্যার ঘটনায় জড়িত দু’’জনকে আটক করতে সক্ষম হয়েছে আমবাসা থানার পুলিশ৷


ধৃতরা হলো মাইকেল হালাম এবং ফেরেডন মগ৷ তাদের বাড়ির ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে৷তাদের বিরুদ্ধে আমবাসা থানার পুলিশ সুনির্দিষ্ট মামলা করে ঘটনার তদন্ত শুরু করেছে৷তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই হত্যাকান্ডের ঘটনা সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে আমবাসা থানার পুলিশ৷ তবে এখনো পর্যন্ত বোলেরো পিকআপ গাড়ি আটক করতে পারেনি পুলিশ৷ আটক দুই সন্দেহভাজন খুনিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ৷

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান আমবাসা থানার ওসি হিমাদ্রি সরকার৷ গত শুক্রবার সন্ধ্যারাতে আমবাসা থানা এলাকার লাল ছরি সেন্ট আর্মড মিশন সংলগ্ণ এলাকায় একটি পণ্যবাহী আটক করে চালককে হত্যা করে নগদ ৪০ হাজার টাকা এবং মোবাইল ফোন নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা৷ নিহত গাড়ির চালকের নাম প্রদীপ দেবনাথ৷তার বাড়ি তেলিয়ামুড়ার শান্তিনগর এলাকায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *