নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি৷৷ বাঙালি অধ্যুষিত অঞ্চলে অফিস আদালতে বাংলা ভাষা চালু করা এবং এন আর সি নাম করে কোন বাঙালিকে ত্রিপুরা থেকে বিতারন না করার দাবিতে রবিবার আগরতলা প্রেসক্লাবে সংবাদিক সম্মেলন করে প্রগতিশীল আমরা বাঙালি সমাজের রাজ্য কমিটির মহাসচিব সুশীল মালাকার৷
তিনি আরো বলেন ভারতে ১৯ টি জাতের নামে রেজিমেন্ট গঠনের ন্যায় বাঙালি জাতির নামে বাঙালি রেজিমেন্ট গঠন করার জন্য দাবী জানান তিনি৷ এবং প্রগতিশীল আমরা বাঙালি সমাজ গ্রেটার তিপ্ররাল্যান্ডের সমর্থনে নয়৷ সামাজিক এবং সাংসৃকতিক সুরক্ষা ও অর্থনৈতিক স্বাধীনতা হওয়া জরুরি বলে জানান এদিন৷