দুর্গাবাড়ি চা বাগান এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ গান্ধী গ্রামের দুর্গাবাড়ি চা বাগান সংলগ্ণ এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতের নাম অশোক সূত্রধর৷ তিনি একজন করণিক ছিলেন৷সাতসকালে গান্ধী গ্রামের দুর্গাবাড়ি চা বাগান সংলগ্ণ এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷


স্থানীয় সূত্রে জানা যায় চা বাগান এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী৷ মৃতদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনগণ ঘটনাস্থলে এসে জড়ো হতে শুরু করেন৷ খবর পাঠানো হয় এয়ারপোর্ট থানার পুলিশকে৷ পুলিশ এসে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ নিহতের নাম অশোক সূত্রধর৷ পেশায় তিনি একজন করণিক৷ গান্ধীগ্রাম স্ত্রী সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন৷উল্লেখ্য নিহত করণিকের বাবাা পিএমের প্রাক্তন লোকাল কমিটির সম্পাদক ছিলেন৷


তার নাম অন্নদা সূত্রধর৷ সিপিআইএম নেতা পুত্রকে হত্যার ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনগণে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এয়ারপোর্ট থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এ ব্যাপারে কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷