আগরতলা, ২৬ ফেব্রুয়ারি (হি. স.)৷৷ মাটি ভরাটকে কেন্দ্র করে স্বদলীয় নেতার আক্রমণে রক্তাক্ত হলেন বিলোনিয়া মন্ডল কিষান মোর্চার সহ সভাপতি মনোরঞ্জন পাল৷ বিজেপি দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক রাজু নাথের বিরুদ্ধে আক্রমন ও হত্যার অভিযোগ তুলে বিলোনিয়া থানায় দারস্থ হয়েছেন আক্রান্ত মনোরঞ্জন পাল৷ শুক্রবার সকাল নয়টা নাগাদ গিরিধারী টিলা এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷
পুলিশ জানিয়েছে, গিরিধারী আশ্রম সংলগ্ণ এলাকায় মনোরঞ্জন পালের জমি-র উপর দিয়ে গাড়ি দিয়ে পাশ্ববর্তী একটি জমিতে মাটি ভরাট করার সময় রাজু নাথকে বাঁধা দেন মনোরঞ্জন পাল৷ বাঁধা পেয়ে রেগে যান রাজু নাথ৷ তাতে, তাদের মধ্যে শুরু হয় বাকবিতন্ডা৷ একসময় উত্তেজিত হয়ে রাজু নাথ রড দিয়ে মনোরঞ্জন পালর উপর হামলা করেন৷ তাতে, তার নাক ফেটে রক্ত বের হতে শুরু করে৷ অভিযোগ, নাক দিয়ে রক্ত পড়ছে দেখেও রাজু নাথ মনোরঞ্জন পালকে মাটিতে ফেলে প্রচন্ড মারধর করেন৷ আহত অবস্থায় মনোরঞ্জন পালর আর্তনাদ শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং তাকে উদ্ধার করেন৷ স্থানীয়রাই মনোরঞ্জন পালকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যান৷
ওই ঘটনায় বিলোনিয়া থানায় রাজু নাথর বিরুদ্ধে মামলা করেন মনোরঞ্জন পাল৷ তাঁর অভিযোগ, বছর সাতেক আগেও তাকে হত্যার চেষ্টা হয়েছিল৷ সে যাত্রায় কোনক্রমে বেঁচে গিয়েছিলাম, বলেন তিনি৷ তাঁর অভিযোগ এলাকায় বালি মাফিয়া হিসেবেই পরিচিত রাজু নাথ৷ কিন্ত, পুলিশ ও বদ দফতর-কে ম্যানেজ করে দিব্যি তিনি অবৈধ কাজ চালিয়ে যাচ্ছেন৷