ভাঙড়ে তৃণমূলের পতাকা ছেঁড়াকে ঘিরে উত্তেজনা, অভিযুক্ত বিজেপি

ভাঙড়, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল ভাঙড়ে। এই ঘটনায় অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাশিপুর থানার অন্তর্গত মঙ্গলপুরে। শুক্রবার সকালে মঙ্গলপুর তালতলা মোড়ে নিত্যদিনের মতো চায়ের দোকানে ভিড় করেছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সেই সময় তাঁদের নজরে আসে, তৃণমূলের দলীয় পতাকা পুকুরে পড়ে রয়েছে। পাশাপাশি বিজেপির পতাকা যেমন ছিল তেমন ভাবেই থাকতে দেখেন। এই নিয়েই সাতসকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
তৃণমূলের অভিযোগ, বৃহস্পতিবার রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর এলাকায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এই ঘটনায় কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ। অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ভাঙড় ২ মন্ডল সভাপতি, বিজেপি নেতা পরিতোষ মন্ডলের দাবি, নিজেদের দলীয় পতাকাকে যেমন সম্মান করেন ঠিক, তেমনই অন্যদলের পতাকাকেও সম্মান করেন। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফলেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন পরিতোষ বাবু।