ওএনজিসির বিস্ফোরণে ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ ওএনজিসি মাটির নিচে গ্যাস অনুসন্ধানের জন্য বিস্ফোরণ ঘটানোর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহাকুমার কলসি এডিসি ভিলেজের মধু মগ পাড়ার বেশ কয়েকটি পরিবার৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার কলসির মধু মগ পাড়ার পার্শবর্তী স্থানে ওএনজিসির গ্যাস অনুসন্ধানকারী দলের দৌলতে বিপাকে পড়েছে ওইসব এলাকার বেশ কিছু দরিদ্র পরিবার৷ জানা যায় গত ১৪ ফেব্রুয়ারি মধু মগ পাড়ার পার্শবর্তী এলাকায় ওএনজিসির ড্রিলিং সাইডে মাটির নিচে বিস্ফোরণ ঘটিয়েছে ওএনজিসির অনুসন্ধানকারী দল৷ এই বিস্ফোরণের ফলে পার্শবর্তী এলাকার ৬টি পরিবারের বসতঘরে ফাটল দেখা দিয়েছে৷

ওইসব এলাকার বাসিন্দারা মাটির দেয়াল দিয়ে বসতঘর তৈরি করেছেন৷ ওএনজিসি অনুসন্ধানকারী দল মাটির নিচে বিস্ফোরণ ঘটানোর ফলে ওইসব মাটির দেওয়াল ঘরে ফাটল দেখা দিয়েছে৷ফলে যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে৷ওইসব পরিবারের পক্ষে মাটির দেওয়াল ঘর ভেঙ্গে ফেলে পুনরায় নতুন করে ঘর তৈরি করার সামর্থ্য নেই৷ বিষয়টি ক্ষতিগ্রস্থ পরিবারের তরফ থেকে দক্ষিণ জেলার জেলাশাসক এবং শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয় লিখিতভাবে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷

কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কিংবা ওএনজিসির তরফে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সমস্যার সম্মুখীন৷ এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে গৃহনির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা ওএনজিসি এর তরফ থেকে কিংবা সরকারি তরফ থেকে করা হোক৷ অবিলম্বে ওএনজিসি কিংবা প্রশাসনের তরফ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷