নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার কাকড়াবনের জঙ্গলে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর,২২ ফেব্রুয়ারি৷৷ গোমতী জেলার কলেজ টিলা এলাকার এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে অমরপুর উদয়পুর সড়কের পাশে জঙ্গল থেকে৷ মৃত যুবকের নাম বিশ্বজিৎ সাহা৷ মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷


কাকড়াবন থানা এলাকার কলেজ টিলার বাসিন্দা বিশ্বজিৎ সাহা রবিবার সকাল ৯ টা নাগাদ বাইক নিয়ে অমরপুর এর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়৷ বিভিন্ন জিনিসপত্র হকারি করতো সে৷ সেই উদ্দেশ্যেই রবিবার বাড়ি থেকে বাইক নিয়ে অমরপুর এর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল বিশ্বজিৎ৷ কিন্তু সে বাড়িতে ফিরে আসেনি৷শেষবারের মতো যখন পরিবারের লোকজনদের সঙ্গে তাঁর কথা হয় তখন সে জানিয়েছিল চারটার মধ্যে বাড়িতে ফিরে আসবে৷নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে পুনরায় ফোন করলে ফোন সুইচ অফ দেখায়৷

তাতে পরিবারের লোকজনদের মনে সন্দেহ দেখা দেয়৷সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করে তার হদিশ না পেয়ে পরিবারের লোকজন পুলিশকে বিষয়টি জানায়৷ কাকড়াবন থাকায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ গৃহীত হয়৷ সোমবার সকালে পরিবারের লোকজন ও আত্মীয়-পরিজন পুলিশকে সঙ্গে নিয়ে উদয়পুর অমরপুর সড়কের পাশে তল্লাশি চালিয়ে জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার করেন৷ নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারের সংবাদে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন৷ মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ কিভাবে এ ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *