নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত নেশা কারবারি মৃণাল দত্ত৷ এদিন গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ মৃণাল দত্ত কে হাতেনাতে পাকড়াও করে পাশাপাশি আটক করা হয়েছে একটি গাড়ি৷ আটককৃত মিনাল দত্তের বাড়ি নর্সিঙ্গড় এলাকায়৷
জানা যায় গত অপরাধীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় গত ৩০ শে জানুয়ারি এন ডি পি এস ধারায় কেইস রেজিস্টার করা হয়েছিল৷ কেস নাম্বার ছিল ১৪ /২০২১৷ বেশ কিছুদিন ধরেই তাকে জালি তোলার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে ক্রাইম ব্রাঞ্চ৷অবশেষে তাকে আটক করার পর বিশালগড় থানার পুলিশ পশ্চিম জেলা পুলিশের হাতে হস্তান্তর করে দেওয়া হয়৷ তাকে আদালতে সোপর্দ করা হবে৷ জানা যায় তার বিরুদ্ধে অপরাধ সম্বন্ধিত রেজিস্টার ছিল পূর্বে৷

