চেন্নাই, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): প্রাণ হারালেন আরও ৩ জন। তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় আতশবাজির কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ১৯। শুক্রবার দুপুরে হঠাৎই বিস্ফোরণ ঘটে বিরুধুনগরে ওই বাজি কারখানায়। শুক্রবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৬, শনিবার সকালের মধ্যে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১৯। এই অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩০ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাজি তৈরির জন্য রাসায়নিক মেশানোর কাজ করতে গিয়ে বিস্ফোরণ হয় তামিলনাড়ুর ওই বাজি কারখানায়। বিস্ফোরণের জেরে আগুন লেগে মারা গিয়েছেন কারখানার ১৯ জন কর্মী। বাজি কারখানায় বিস্ফোরণে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ৩ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ।