নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশন থেকে রেল পুলিশ ২ নাইজেরিয়ান যুবককে আটক করেছে৷ তারা আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেসের করে যাওয়ার চেষ্টা করছিল৷রাজ্যে আটক হলো আরো দুই নাইজেরিয়ান যুবককে৷ জানা যায় আগরতলা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে করে তারা যাওয়ার চেষ্টা করছিল৷
সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে রেল পুলিশ ধর্মনগরে তাদেরকে রাজধানী এক্সপ্রেস থেকে আটক করেছে৷ তাদের কাছ থেকে ৪১ টি ডলার, ১ হাজার ভারতীয় টাকা, মোবাইল সেট এবং কিছু কাপড়চোপড় উদ্ধার হয়েছে৷ তবে তাদের কাছ থেকে আপত্তিকর কোনো কিছু পাওয়া যায়নি৷ আটক দুই যুবকের নাম চোখুয়া ফ্রান্সিস এবং উমে ইফচাওখু৷ তাদের মধ্যে একজনের কাছ থেকে বাংলাদেশের একটি পাসপোর্ট পাওয়া গেছে৷ তবে তারা যে নাইজেরিয়ান নাগরিক সে সম্পর্কিত পরিচয় পত্র মিলেছে৷ তাদের মধ্যে একজন ব্যবসায়ী৷তাদের বিরুদ্ধে নির্দিষ্ট থানায় মামলা গ্রহণ করা হয়েছে৷ উল্লেখ্য রাজ্যে প্রায়ই নাইজেরিয়ান নাগরিকদের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে৷এইসব নাইজেরিয়ান লোকজনরা বাংলাদেশের মধ্য দিয়ে রাজ্যে অনুপ্রবেশ করে চলেছে৷

