নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান হিসাবে পুনঃরায় মনোনীত হলেন আইনজীবী প্রদ্যুৎ কুমার ধর৷ একই সাথে ভাইস চেয়ারম্যান হিসাবে মনোনীত হলেন আইনজীবী কাকলি দেব৷ সম্প্রতি ব্যার কাউন্সিল অফ ত্রিপুরার মেয়াদ শেষ হয়৷ তারপর ব্যার কাউন্সিল অফ ত্রিপুরার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা হয়৷
নির্বাচনে প্রতিদ্ধন্দিতা করার জন্য চেয়ারম্যান পদে আইনজীবী প্রদ্যুৎ কুমার ধর সহ দুইজন মনোনয়ন পত্র জমা দেন৷ অপরদিকে ভাইস চেয়ারম্যান পদের জন্য কাকলি দেব মনোনয়ন পত্র জমা দেন৷ রবিবার ব্যার কাউন্সিল অফ ত্রিপুরার এক সভা অনুষ্ঠিত হয়৷ সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে সহ অন্যান্যরা৷ এই সভায় সর্বসম্মতিক্রমে ব্যার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান হিসাবে পুনঃরায় আইনজীবী প্রদ্যুৎ কুমার ধরকে এবং ভাইস চেয়ারম্যান হিসাবে আইনজীবী কাকলি দেবকে মনোনীত করা হয়৷
ফলে নির্বাচনের কোন প্রয়োজন হয়নি৷ পরে রাজ্যের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে জানান ব্যার কাউন্সিল অফ ত্রিপুরা ঐক্য, মৈত্রী ও সম্প্রতির বার্তা বহন করেছে৷ বিনা নির্বাচনে সর্বসম্মতিক্রমে ব্যার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান হিসাবে পুনঃরায় আইনজীবী প্রদ্যুৎ কুমার ধরকে এবং ভাইস চেয়ারম্যান হিসাবে আইনজীবী কাকলি দেবকে মনোনীত করা হয়েছে৷ ত্রিপুরার উকিল সমাজ ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার জন্য ব্যার কাউন্সিল অফ ত্রিপুরা প্রতিশ্রুতিবদ্ধ৷ সেই ঐক্যের নিদর্শন বিনা নির্বাচনে ব্যার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মনোনয়ন পাওয়া৷

