নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার বাদুরতলী এলাকায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ স্বাস্থ্য শিবিরে শতাধিক মানুষজন স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহণ করেন৷ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান সামাজিক কর্মসূচি হিসেবে তারা প্রতি বছর এ ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করে থাকেন৷
সামাজিক কর্মসূচির অংশ হিসেবে এ বছর শিবিরের আয়োজন করা হয়েছে৷ স্বাস্থ্য শিবিরে সুগার পরীক্ষাসহ নানা বিষয়ে চিকিৎসা পরিষেবা সুযোগ গ্রহণ করেছেন শতাধিক মানুষজন৷ এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন তারা সারা বছরই রোগী এবং তাদের পরিবারের লোকজনদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে ব্যবসা করে চলেছেন৷

