বরোদা, ৩১ জানুয়ারি (হি. স.) : ফের নাইট কারফিউ চালু হচ্ছে গুজরাটে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাত ১১ টা থেকে ভোর ৬টা অবধি ওই রাজ্যের চারটি বড় শহর আহমেদাবাদ, সুরাত, বরোদা এবং রাজকোট চলবে নাইট কারফিউ। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকারের আধিকারিকেরা।
গুজরাটের অতিরিক্ত মুখ্য সচিব(স্বরাষ্ট্র) পঙ্কজ কুমার রবিবার এই ঘোষণার সময় বলেছিলেন যে, করোনার থেকে সুস্থতার হার দিনে দিনে বেড়ে চলেছে। দেশে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু করোনা থেকে সতর্ক, সজাগ এবং মারণ ভাইরাসটি সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য এই কৌশলটি মেনে চলা দরকার রয়েছে। গুজরাট সরকার ইতিমধ্যে রাজ্যে বিয়ের সময় অতিথির সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ২০০ করেছে। পঙ্কজ কুমার আরও বলেছেন যে, বড় বড় সমাবেশ, বিয়ের অনুষ্ঠান, উপাসনালয়, মল, রেস্তোঁরা, হোটেল, সিনেমা হল, সুইমিং পুল, জিম, প্রদর্শনী স্কুল, কলেজগুলিতে সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে চলা হয় সেই দিকটি নিশ্চিত করেছেন। রাজ্য প্রশাসনের তরফে ট্রেন, বিমান এবং মেট্রোতেও যাত্রীদের চলাচলকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে ।