BRAKING NEWS

আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জানালেন নিজেই

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.) : আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শনিবার সেকথা নিজেই জানালেন অমিত শাহ । এদিন তিনি ঠাকুরনগরের মঞ্চ খুলতে মানা করে জানান, জানান আগামী সপ্তাহেই রাজ্যে আসতে চলেছেন তিনি। কবে আসছেন সেকথা জানাতে না পারলেও এদিন তিনি জানান, সভার ৪৮ ঘণ্টা আগে জানিয়ে দেবেন তিনি। অর্থাৎ মঙ্গলবার থেকে রবিবারের মধ্যে যে কোনও দিন ঠাকুরনগরে আসতে পারেন শাহ।  

শনিবার ঠাকুরনগরে অমিত শাহের সভা হওয়ার কথা ছিল । তবে দিল্লি বিস্ফোরণের জেরে এযাত্রায় তাঁর সফর বাতিল হয় । যার জেরে দূরদূরান্ত থেকে আসা কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় বলে খবর । বিক্ষোভ প্রশমণে সেখানে হাজির হন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়রা। তাঁদের সঙ্গে শান্তনু ঠাকুরের বৈঠক চলাকালীনই ফোন করেন অমিত শাহ। এদিন মতুয়াদের বিক্ষোভ প্রশমণে তাঁর ফোন লাউডস্পিকারে দিতে বলেন শাহ। এর পর বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী সপ্তাহেই ঠাকুরনগর যাব আমি। মঞ্চ খুলতে বারণ করেছি। আপনাদের বিব্রত হওয়ার কোনও কারণ নেই’। সঙ্গে তিনি জানিয়েছেন, সভার ৪৮ ঘণ্টা আগে জানিয়ে দেবেন তিনি। অর্থাৎ মঙ্গলবার থেকে রবিবারের মধ্যে যে কোনও দিন ঠাকুরনগরে আসতে পারেন শাহ।  

সিএএ পাশ হলেও মতুয়ারা নাগরিকত্ব না পাওয়ায় সমাজের বিভিন্ন অংশে ক্ষোভ জমছিল। সেই ক্ষোভের কথা দলকে জানিয়েছিলেন বিজেপি সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। এর পর বোলপুরে শাহ জানান, টিকাদান শেষ হলেই নাগরিকত্ব নিয়ে পদক্ষেপ করবে কেন্দ্র।  শান্তনু ঠাকুর জানান, একথা ঠাকুরনগরে এসে জানাতে হবে শাহকে। এর পরই ৩০ জানুয়ারি শাহের সভার পরিকল্পনা হয়।

তবে শুক্রবার সন্ধে নাগাদ দিল্লিতে ইস্রায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের পর গোটা দেশজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সেই কারণে বাতিল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গ সফর। ফলে শনিবার তাঁর যাবতীয় কর্মসূচি স্থগিত হয়েছে। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল এই ঠাকুরনগরে মতুয়াদের সভায় অমিত শাহর যোগদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *