চাম্পাহাওয়রে সন্দেহভাজন এনএলএফটি বৈরী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ চাম্পাহাওর থানার পুলিশ সন্দেহভাজন এনএলএফটি বৈরীকে আটক করেছে৷ আটক বৈরীর নাম সমরেশ দেববর্মা৷ তার বাড়ি চাম্পাহওয়র থানা এলাকার তুলামুড়া এলাকায়৷ সে বাড়িতে অবস্থান করছে বলে পুলিশের কাছে সুনির্দিষ্ট খবর আসে৷ সেই খবরের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে হানা দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়৷

আটক বৈরীর বিরুদ্ধে রইস্যাবাড়ী থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে৷ আটক বৈরীকে রইস্যাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে চাম্পাহাওর থানার পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে রাজ্যে বৈরী কার্যকলাপ সম্পর্কে আরও তথ্য মিলবে বলে পুলিশ ধারণা করছে৷ সে অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷