মুম্বাইয়ে ৯৫ শতাংশ লোকাল ট্রেন চালানোর অনুমতি রেলের

মুম্বই,  ২৮ জানুয়ারি (হি. স.) :   মুম্বাইয়ে ৯৫ শতাংশ লোকাল ট্রেন চালানোর অনুমতি দিল রেল।  শুক্রবার থেকে বেশি সংখ্যক ট্রেন চালু হওয়ায় যাতায়াতের সুবিধা হবে নিত্যযাত্রীদের।

কেন্দ্রীয় রেলের প্রধান মুখপাত্র শিবাজি সুতার জানিয়েছেন,  শুক্রবার থেকে রেলের মধ্য ও পশ্চিমাঞ্চলে ৯৫ শতাংশ লোকাল ট্রেন চালানো হবে । যার ফলে মুম্বাইয়ের বাসিন্দাদের যাতায়াতের সুবিধা হবে।

করোনার মহামারীর কারণে লকডাউন শুরু থেকেই মুম্বাইয়ের লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গেছিল।  এর পরে আংশিক লোকাল সার্ভিস শুরু হয়েছিল।    স্থানীয় ট্রেনগুলিতে কেবল জরুরি পরিষেবা সম্পর্কিত কর্মচারীদের যাতায়াত করার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত নাগরিকের জন্য লোকাল ট্রেন শুরু করার বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে।  এর পরিপ্রেক্ষিতে,  শুক্রবার থেকে ৯৫ শতাংশ লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল।