নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ জানুয়ারি৷৷ আবারো সাব্রুম থেকে আগরতলাগামী রেলে কাটা পড়ে মৃত্যু আটান্ন বছরের এক ব্যাক্তির৷ মৃতের নাম নেপাল পাল৷ প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকের বক্তব্য আত্মহত্যার জন্য ঐ ব্যক্তি সাব্রুম থেকে আগরতলা গামী রেলে ঝাঁপ দেওয়াতে দেহ ছিন্নভিন্ন হয়ে যায়৷
ঘটনা বিলোনিয়া রেল স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে শিবপুর নতূন টানেলের মধ্যে৷ ঘটনার সাথে সাথে রেল স্টেশনের কতৃপক্ষ থেকে খবর দেয় বিলোনীয়া থানাতে৷ বিলোনীয়া থানার পুলিশ খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিলোনীয়া মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করে৷
স্থানীয় সুত্রে জানা যায়, মৃত নেপাল পালের বাড়ি ঋষ্যমুখ ব্লকের শিবপুর এডিসি ভিলেজের চবণ সিং পাড়াতে ৷ ঘটনার খবর পেয়ে নেপাল পালের পরিবার ঘটনাস্থলে এসে মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে৷ স্থানীয় বাসীদের অনেকের অভিমত নেশাগ্রস্ত অবস্থায় থাকত নেপাল পাল৷ এনিয়ে মাঝে মধ্যে সংসারে খুঁটিনাটি ঝগড়া বিবাদ লেগে থাকত৷ যদিওবা নেপাল পালের ছেলে দাবি করেন কোন ঝামেলা ছিসনা সংসারে৷ কি কারণে এমন অবস্থা হয়েছে নিজেও জানে না৷ এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে নেপাল পালের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়ে তদন্ত শুরু করে৷

