নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.): প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে হওয়া হিংসার তীব্র নিন্দা করলেন ভারতীয় কিসান উইনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত। যাঁরা হিংসায় উস্কানি দিয়েছেন, তাঁদের উদ্দেশে রাকেশ টিকাইত জানিয়ে দিলেন, ‘এই আন্দোলন কৃষকদেরই।’ প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর র্যালি ঘিরে দিল্লির বুকে যে হিংসার ঘটনা ঘটেছে সে প্রসঙ্গে বুধবার রাকেশ টিকাইত জানিয়েছেন, ‘অশিক্ষিত মানুষজন ট্র্যাক্টর চালিয়েছিল, তাঁরা দিল্লির রাস্তা সম্পর্কে কিছুই জানত না। প্রশাসন তাঁদের দিল্লিমুখী রাস্তার কথা জানিয়েছিল। তাঁরা দিল্লিতে এসেছিল এবং বাড়িতে ফিরে গিয়েছে। কয়েকজন অজান্তেই লালকেল্লায় দিকে চলে যায়, পুলিশ তাঁদের ফিরে যেতে বলেছিল।’
রাকেশ টিকাইত আরও জানিয়েছেন, ‘যাঁরা হিংসা ছড়িয়েছে এবং লালকেল্লায় পতাকা উত্তোলন করেছে তাঁদের মূল্য চোকাতে হবে। বিগত দু’মাস ধরে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের বিরুদ্ধে চক্রান্ত চলছে। এটা শিখদের আন্দোলন নয়, এই আন্দোলন কৃষকদের।’ কৃষকদের ক্ষেপিয়ে তোলার অভিযোগ উঠেছে পঞ্জাবি গায়ক-অভিনেতা দীপ সিধুর বিরুদ্ধে। তিনি অবশ্য জানিয়েছেন, ”পরিকল্পনা ছিল না, ‘লালকেল্লা দখল’ স্রেফ রাগের বহিঃপ্রকাশ।” দীপ সিধু প্রসঙ্গে টিকাইত বলেছেন, ‘দীপ সিধু শিখ নন, তিনি একজন বিজেপি কর্মী। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ছবি রয়েছে। এই আন্দোলন কৃষকদের এবং এমনই থাকবে। অবিলম্বে এই স্থান ছাড়তে হবে কিছু মানুষকে, যাঁরা ব্যারিকেড ভেঙেছে তাঁরা কখনই এই আন্দোলনের অংশ হতে পারে না।’

